কে কত মহান, কার দক্ষতা কতটা তার প্রমান সবথেকে বেশি পাওয়া যায় কঠিন সময়ে। বর্তমানে বিশ্বের সামনে কঠিন পরিস্থিতি উৎপন্ন হয়েছে। চীন থেকে শুরু করে ইতালি অন্যদিকে ইউরোপ থেকে শুরু করে সৌদি আরব সর্বত্র করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে। এই কঠিন পরিস্থিতিতে ভারত যেভাবে একতা দেখাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। প্রথমে ১৩০ কোটি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা মতো জনতা কারফিউতে অংশ নেওয়া। তৎপর বিকেল ৫ টার পর জনগণ যেভাবে হাততালি বাজিয়ে, শঙ্খ বাজিয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সক্রিয়তা দেখিয়েছে।
মাত্র কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী মোদীর (Narendra Modi) ভাষণ নিয়ে বামপন্থীরা ট্রোল শুরু করেছিল। কিন্তু এখন সমস্থ ভারতীয় বিকেল ৫ টার পর যেটা করেছে তাতে লিবারেল গ্যাং, বামপন্থী ও কট্টরপন্থীদের অবস্থা নাজেহাল হয়ে পড়েছে। আজ দেশের জনতা বিকেল ৫ টার পর থালা বাজিয়ে, শঙ্খনাথ করে করোনা ফাইটার্সদের উৎসাহ বৃদ্ধি করেছে। এমন দৃশ্য যে সমস্থ ভারতীয়দের উৎসাহ প্রদানের সাথে সাথে মূগ্ধ করেছে তা নিয়ে সন্দেহ নেই।
Amazing
I am hearing Shankha, Thaalis, Claps now, Never witnessed such thing in whole life
Environment is electrifying, Feeling soooo good now, We will fight and win against Chinese Virus #IndiaFightCorona #IndiaComeTogether
— Khushi Singh (@KhushiText) March 22, 2020
https://platform.twitter.com/widgets.js
প্রসঙ্গত জানিয়ে দি, পরিবেশকে জীবাণু মুক্ত করতে শঙ্খ বাজানো, কাঁসার থালা বাজানো অনেক পুরানো সনাতনী পদ্ধতি। তবে আজ যেটা করা হয়েছে সেটা মূলত ডাক্তার সহ করোনার বিরুদ্ধে লড়াই করা যোদ্ধাদের সন্মান জানাতে।
कोरोना वायरस के दुष्प्रभाव के बीच अपनी सेहत की परवाह न करते हुए आम जनमानस की सेवा में संलग्न चिकित्सा कर्मियों, सफाई कर्मियों, पुलिस कर्मियों आदि के प्रति आभार ज्ञापन स्वरूप आज शाम 5:00 बजे श्री @GorakhnathMndr में घंटनाद किया गया।
सर्वे भवंतु सुखिनः, सर्वे सन्तु निरामयाः! pic.twitter.com/ESsnfCP36U
— Yogi Adityanath (@myogiadityanath) March 22, 2020
https://platform.twitter.com/widgets.js
প্রসঙ্গত, করোনা ভাইরাসের দরুন পুরো বিশ্বে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চীন থেকে উৎপন্ন হয়ে এই ভাইরাস ইউরোপ, এশিয়ায় আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। জানিয়ে দি, করোনা ভাইরাস যাতে ভারতে তৃতীয় স্টেজে পৌঁছাতে না পারে তার জন্য মোদী সরকার ওয়ার মুডে কাজ করছে। একইসাথে দেশের সমস্থ রাজ্য সরকারগুলিও সমস্থ শক্তি ঝুঁকে দিয়ে ভাইরাসকে আটকানোর চেস্টা চালাচ্ছে।
from India Rag https://ift.tt/2UxipX8
Bengali News