নয়া দিল্লীঃ জন ঔষধি দিবসের অবসরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ঔষধি কেন্দ্রের সঞ্চালক আর উপকার পাওয়া মানুষদের কথা বলেন। গোটা বিশ্বে ছড়িয়ে পরা করোনাভাইরাস (CoronVirus) নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানুষের কাছে আবেদন করে বলেন, গুজবে কান দেবেন না। যদিও এর আগেও তিনি করোনাভাইরাস নিয়ে দেশবাসীকে পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
कोरोना वायरस को लेकर में सभी देशवासियों से प्रार्थना करता हूं कि किसी भी तरह की अफवास से बचें। कोई भी परेशानी होने पर तुरंत अपने डॉक्टर की सलाह लें।
पूरी दुनिया आजकल नमस्ते की आदत डाल रही है। हमें भी आजकल हाथ मिलाने के बजाए, नमस्ते करना चाहिए: पीएम मोदी #JanJanTakJanAushadhi pic.twitter.com/uHdXM5W50g
— BJP (@BJP4India) March 7, 2020
https://platform.twitter.com/widgets.js
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আমি সমস্ত দেশবাসীকে অনুরোধ করে বলছি কোন গুজবে কান দেবেন না। কোন সমস্যা হলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিন। গোটা বিশ্ব আজকাল হাত মেলানর বদলে নমস্কার করার অভ্যাস পালন করছে। আমাদের এখন হাত মেলানর জায়গায় নমস্কার করা উচিৎ।
আপনাদের জানিয়ে দিই, ভারতে এখনো পর্যন্ত করোনাভাইরাসের ৩৩ টি মামলা সামনে এসেছে। এদের মধ্যে তিনজন সুস্থ হয়েছে বলে খবর। আর ওই ৩৩ জনের মধ্যে ১৬ জন বিদেশী পর্যটক আছেন। আরেকদিকে আজ খবর পাওয়া গেছে যে, উড়িষ্যার এক হাসপাতাল থেকে করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যাক্তি পালিয়েছেন। পুলিশ এবং প্রশাসন তাঁকে হন্যে হয়ে খুঁজছে।
from India Rag https://ift.tt/2VT33ig
Bengali News