করোনা ভাইরাসের দরুন পুরো বিশ্বে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চীন থেকে উৎপন্ন হয়ে এই ভাইরাস ইউরোপ, এশিয়ায় আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। জানিয়ে দি, করোনা ভাইরাস যাতে ভারতে তৃতীয় স্টেজে পৌঁছাতে না পারে তার জন্য মোদী সরকার ওয়ার মুডে কাজ করছে। একইসাথে দেশের সমস্থ রাজ্য সরকারগুলিও সমস্থ শক্তি ঝুঁকে দিয়ে ভাইরাসকে আটকানোর চেস্টা চালাচ্ছে।
মোদী সরকার দেশে এমার্জেন্সি না লাগু করে, প্যানিক না তৈরি করেই পরিস্থিতি আটকানোর প্রয়াস করছে। সরকার এই কারণে ভিড় তৈরি না করতে ও বাড়ির মধ্যে থাকার পরামর্শ দিয়েছে। আর এখন জনগণ প্রধানমন্ত্রী মোদির5 পরামর্শকে বাস্তবে পরিণত করে দেখিয়েছে। করোনা ভাইরাসকে আটকাতে হলে মুভমেন্টে একবারে কম করতে হবে। আপনার গতি যত বৃদ্ধি পাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার গতি তত বেশি হবে। আপনার গতি যত কম হবে দেশ সুস্থ থাকার শতাংশ তত বৃদ্ধি হবে।
#WATCH Mumbai: Marine Drive deserted today as people choose to stay indoors amid the nationwide #JantaCurfew announced by Prime Minister Narendra Modi, in wake of #COVID19 pic.twitter.com/AOl8iO5eQT
— ANI (@ANI) March 22, 2020
https://platform.twitter.com/widgets.js
এখন যদি রাস্তায় ভিড় তৈরি করে কেও উপদ্রব করে তাহলে সেটা সমাজ তথা পুরো দেশের জন্যেই বিপদজনক। তবে ভারতীয়রা আজ একতার প্ৰমাণ দেখিয়ে জনতা কারফিউ সফল করেছে।
Indian Railways has cancelled all passenger trains till 31st March, due to #Coronavirus; Trains which had already commenced their journey prior to 4am today will run up to their destinations pic.twitter.com/ISpbrEoMDF
— ANI (@ANI) March 22, 2020
https://platform.twitter.com/widgets.js
করোনা ভাইরাসের সাথে যুদ্ধ মূলত গতির। তবে এক্ষেত্রে সমাজ নিজের বাড়ি থেকে বেরোনোর গতি কমালেই ভাইরাস দুর্বল হবে। সেক্ষেত্রে তাই করোনার ভাইরাসের সাথে এই যুদ্ধকে অনেক গরিলা যুদ্ধ বলেও অভহিত করছেন। অর্থাৎ বাড়িতে বসে থেকে তথা লুকিয়ে থেকেই এই লড়াই জেতা সম্ভব। এখন অবধি ভারতে ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৫০ পার হয়েছে এবং মৃত ৭ জন ছুঁয়েছে। এই পরিস্থিতে দেশে পুরোপুরি লকডাউন না করে জনতা কারফিউ লাগু কতটা কার্যকর তা দেখার বিষয়।
from India Rag https://ift.tt/2xXbm2p
Bengali News