নয়া দিল্লীঃ উত্তর পূর্ব দিল্লীতে হিংসার সময় আইবি অফিসার অঙ্কিত শর্মার (Ankit Sharma) নির্মম হত্যার মামলায় শনিবার আরও পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে এই মামলায় আম আদমি পার্টির কাউন্সিলর তাহির হুসেইন আর সালমান সমেত তাঁদের কয়েকজন সঙ্গীকে গ্রেফতার করা হয়েছিল।
শুক্রবার কড়কড়ডুমা আদালত সালমানকে চার দিনের জন্য রিমান্ডে অপরাধ দমন শাখার হাতে তুলে দিয়েছে। আরেকদিকে আদালত তাহিরকে তিন দিনের জন্য রিমান্ডে পাঠিয়েছে। আর তাঁর ভাই শাহ আলম, রাশিদ এবং শাদাবকে ১৪ দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠিয়েছে।
উল্লেখ্য, পুলিশ ২৬ ফেব্রুয়ারি চাঁদ বাগ এলাকার একটি নর্দমা থেকে অঙ্কিত শর্মার দেহ উদ্ধার করেছিল। অঙ্কিতের পিতা রবিন্দ্র কুমার তাহির হুসেইনের বিরুদ্ধে তাঁর সন্তানের হত্যার অভিযোগ দায়ের করেছিল।
জিজ্ঞাসাবাদে সালমান অঙ্কিত শর্মার হত্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে। সে জানিয়েছে যে, অঙ্কিতকে হত্যার আগে তাঁর সমস্ত কাপড় খুলে ফেলে হয়েছিল। আর এটা করা হয়েছিল তাঁর ধর্ম জানার জন্য। এরপর তাঁকে নির্মম ভাবে একের পর এক চাকুর আঘাতে মেরে ফেলা হয়। আর তাঁর মৃতদেহ নর্দমায় ফেলে দেওয়া হয়।
from India Rag https://ift.tt/33gh62S
Bengali News