আজ ২০ মার্চ ২০২০ তারিখ ইতিহাসে রেকর্ড হয়ে গেল। আজকের দিনে শেষমেষ নির্ভয়া (Nirbhaya) ন্যায় পেল। ২০১২ সালে কিছু মানুষরূপী জানোয়ার নির্ভয়াকে নিজেদের নোংরা মানসিকতার শিকার বানিয়েছিল। নির্ভয়া নিষ্ঠুরতাকে সহ্য কররছিল এবং জীবন ত্যাগ করেছিল। এই মামলায় এবার দিল্লীতে ৪ জন অমানুষকে ফাঁসির সাজা দেওয়া হল। জল্লাদ তিহাড় পরিসরে এই ৪ জনকে ফাঁসিতে ঝুলিয়ে দেশকে একটা বড় স্বস্তি দিল।
মুকেশ, বিনয়,পবন ও অক্ষয় নামের ৪ জন অমানুষকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হল। একজন অপরাধী আগেই আত্মহত্যা করেছিল অন্যদিকে মহাম্মদ আফরোজ নাবালক হওয়ার বাহানা দিয়ে ছাড়া আদালত থেকে মুক্তি পেয়েছিল। তবে বাকি ৪ জন অমানুষকে শেষমেষ আদালত ফাঁসিতে ঝোলানোর রায় দেয়। প্রসঙ্গত জানিয়ে দি এই রায়কে পাল্টানোর জন্য মানবাধিকার সংগঠন বহু প্রয়াস চালিয়েছিল যা দেশবাসীর চাপে অসফল হয়ে পড়ে।
৪ জনের উকিল ফাঁসি আটকানোর জন্য ভরপুর প্রয়াস করেছিল। একেবারে অন্তিম রাত অবধি আদালতের দ্বারস্থ হয়েছিল এবং শুনানির শেষ মুহূর্তেও দেশের আদালত ৪ জন অপরাধীকে ফাঁসির সাজা শুনিয়ে দেয়। সেই সাথে ৮ বছর পর নির্ভয়া ন্যায় পায়।
বিচারক ভানুমতি ও বিচারপতি ভূষণ দারিন্ডোর আর্জি প্রত্যাখ্যান করেছিলেন এবং জল্লাদ পবন চার জনকে ২০ মার্চ সকাল ৫.৩০ এ ফাঁসিতে ঝুলিয়ে দেয়। নির্ভয়ার মা আদালতের বিচারের উপর নিজের বক্তব্য রেখে সমস্থ দেশবাসীকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন। উনি বলেছেন শেষমেষ সমাজ ন্যায় পেল এবং ফাঁসির পর যে সূর্য উঠতে চলছে তা নির্ভয়ার নামে হবে। ফাসির ফাঁসির পর জেলের বাইরে থাকা লোকজন হাততালি বাজিয়ে এর সমর্থন করে।
from India Rag https://ift.tt/2IXHDJ5
Bengali News