-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

৩৭০ ধারা রদ করেছি, এবার PoK দখল করে অখণ্ড ভারত গড়ব! বললেন বিজেপি নেতা রামমাধব

- February 22, 2020

ভারতীয় জনতা পার্টির (BJP) রাষ্ট্রীয় মহাসচিব রামমাধব (Ram Madhav) শনিবার বলেন, সংবিধানের ৩৭০ ধারা রদ করা অখণ্ড ভারতের (akhada bharat) উদ্দেশ্যে নেওয়া প্রথম পদক্ষেপ আর আগামী পদক্ষেপ হবে পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে (PoK) ভারতের (INDIA) অন্তর্ভুক্ত করা।

রামমাধব বিজ্ঞান ভবনে ছাত্র সংসদের প্রতিনিধিদের সম্বোধিত করার সময় বলেন, আমরা অখণ্ড ভারত গড়ার উদ্দেশ্যে কাজ করছি। আর জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া হল আমাদের অখণ্ড ভারত গড়ার লক্ষ্যে প্রথম পদক্ষেপ।

ছাত্র সংসদের এক প্রতিনিধি রামমাধবকে যখন জিজ্ঞাসা করেন ‘অখণ্ড ভারতের স্বপ্ন কবে পূরণ হবে?” তখন বিজেপির রাষ্ট্রীয় মহাসচিব রামমাধব বলেন এই স্বপ্ন কয়েকটি পর্যায়ে পূরণ হবে। সর্বপ্রথম হল, জম্মু কাশ্মীর একটি সীমার মধ্যে আবধ্য ছিল, কিন্তু এখন সম্পূর্ণ ভাবে সেই সীমা উঠে গেছে, আর ভারতে মুখ্যধারার সাথে মিশে গেছে জম্মু কাশ্মীর।

বিজেপির নেতা বলেন, আমাদের আগামী লক্ষ্য হল যেই ভারতীয় জমি পাকিস্তান দখল করে রেখেছে সেটা ফেরত নেওয়া। উনি বলেন, পাক অধিকৃত কাশ্মীরকে ভারতে ফিরিয়ে আনার প্রস্তাব ১৯৯৪ সালে সংসদে পেশ হয়েছিল। আপনাদের জানিয়ে দিই, জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, দরকার পড়লে প্রাণ পর্যন্ত দেব, কিন্তু পিওকে ভারতের অন্তর্ভুক্ত করে ছাড়ব।



from India Rag https://ift.tt/2SNSH0W
Bengali News
 

Start typing and press Enter to search