-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ইমরানের স্বীকারোক্তি! জঙ্গিদের জন্য সবথেকে সুরক্ষিত স্থান পাকিস্তান

- February 17, 2020


পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) সোমবার বলেন, পাকিস্তানে এখন আর সন্ত্রাসবাদী সংগঠন গুলোর জন্য সুরক্ষিত স্থান নেই। যদিও উনি সার্বজনীন রুপে এও স্বীকার করেন যে, পাকিস্তান এর আগে সন্ত্রাসবাদীদের পৃষ্ঠপোষক হয়ে উঠেছিল।

পাকিস্তান আফগানিস্তান শরণার্থীদের আতিথেয়তার ৪০ বছর পূর্ণ হওয়ায় আন্তর্জাতিক সন্মেলনে অংশ নেই ইমরান খান। আর সেই সময় তিনি বলেন, পাকিস্তান, আফগানিস্তানে শান্তি চায়। জঙ্গিদের জন্য সুরক্ষিত দেশ পাকিস্তান ইমরান খানের এই বয়ান এমন সময় সামনে আসে, যখন প্যারিসে এফটিএ এর গুরুত্বপূর্ণ বৈঠক চলছে।

গোটা বিশ্ব জঙ্গিদের আর্থিক সাহায্য রোখার জন্য কাজ করা সংস্থা এফটিএ পাকিস্তানকে ‘গ্রে” সূচিতে ঢুকিয়েছে। যদি এই বৈঠকে পাকিস্তানের রিপোর্ট সন্তোষজনক না পাওয়া যায়, তাহলে এফটিএ পাকিস্তানকে এবার কালো তালিকায় ফেলবে।

আমেরিকা, ভারত আর আফগানিস্তান দীর্ঘ দিন ধরে পাকিস্তানের উপর তালিবান, হাক্কানি নেটওয়ার্ক, লস্কর-এ-তইবা আর জইশ-এ-মোহম্মদ এর মতো জঙ্গি সংগঠন গুলোকে সুরক্ষিত আশ্রয় দেওয়ার অভিযোগ তুলে এসেছে। এই সন্মেলনে সংযুক্ত রাষ্ট্রের মহাসচিব অ্যান্তনিও গুটিরেসও অংশ নিয়েছেন। ইমরান খান বলেন, ‘ অতীতে যেই পরিস্থিতিই ছিল না কেন, আমি আপাতত আপনাদের জানাতে চাই যে, আমরা এখন আফগানিস্তানে শান্তি চাইছি।”



from India Rag https://ift.tt/39G0L9D
Bengali News
 

Start typing and press Enter to search