আরও একটি জেলার নাম বদল করতে চলেছে যোগী সরকার (Yogi Sarkar)। মুঘলসরাই, ইলাহাবাদ আর ফৈজাবাদের পর এবার যোগী সরকার বস্তি জেলার নাম বদলাতে চলেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বস্তি জেলাকে (Basti District) বশিষ্ঠ নগর (vashishtha nagar) নাম করার প্রস্তাবে বিচার করা হচ্ছে।
বস্তির জেলা শাসকের রিপোর্টের পর রাজস্ব পরিষদ প্রস্তুতি শুরু করে দিয়েছে। জেলার নাম বদলানর জন্য জেলাধিকারি কাছ থেকে এক কোটি টাকার খরচের রিপোর্টও চাওয়া হয়েছে। খরচের রিপোর্ট আসার পর প্রশাসন দ্বারা প্রস্তাব প্রস্তুত করা হবে।
আপনাদের জানিয়ে দিই, বিজেপির স্থানীয় সাংসদ আর বিধায়ক বস্তির নাম বদলানোর দাবি করেছিল। আরেকদিকে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বস্তি মেডিকেল কলেজের নাম মহর্ষি বশিষ্ঠ এর নামে রাখার কথা ঘোষণা করেছেন।
উল্লেখ্য, এর আগে যোগী সরকার মুঘলসরাই জেলার নাম বদলে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় নগর, ইলাহাবাদের নাম বদলে প্রয়াগরাজ আর ফৈজাবাদের নাম বদলে অযোধ্যা করে দিয়েছে।
from India Rag https://ift.tt/31A272P
Bengali News