নাগরিকতা সংশোধন আইন আর রাষ্ট্রীয় নাগরিকতা রেজিস্টার এর বিরুদ্ধে বিগত দেড় মাস ধরে জাফারাবাদ (Jaffrabad) রোডে ধরনায় বসা মহিলারা এবার জাফারাবাদ প্রধান সড়কে আন্দোলনে বসলেন। CAA-NRC বিরোধী স্লোগান দিয়ে মহিলারা রাস্তা বন্ধ করে দেন। প্রদর্শনকারী মহিলারা জাফারাবাদ মেট্রো স্টেশন চত্বরেও ভিড় জমান। এরপর দিল্লী মেট্রো রেল কর্পোরেশন জাফারাবাদ মেট্রো স্টেশন বন্ধ করতে বাধ্য হয়।
#WATCH Delhi: Heavy security deployed in Jaffrabad metro station area. Protesters are agitating near the metro station, in protest against #CitizenshipAmendmentAct. pic.twitter.com/6ZdYuqesEU
— ANI (@ANI) February 23, 2020
https://platform.twitter.com/widgets.js
সূচনা পাওয়ার পর পুলিশ আধিকারিক ঘটনাস্থলে পৌঁছান। উত্তর পুব্র জেলার পুলিশ সুপার বেদ প্রকাশ সূর্য ঘটনাস্থলে যান। পুলিশ আধিকারিকরা প্রদর্শনরত মহিলাদের বোঝানোর অনেক চেষ্টা করেন, কিন্তু তাঁরা বুঝতে রাজি হননি এরপর পুলিশ আধাসামরিক বাহিনী ডেকে মহিলাদের সেখেন থেকে তুলে দেয়। যদিও, মেট্রো স্টেশনের সামনে থেকে তোলার পর মহিলারা রাস্তায় বসে বিক্ষোভ দেখানো শুরু করে। অনেক রাত পর্যন্ত জাফারাবাদ এলাকায় উত্তেজনা বজায় থাকে। পুলিশ আধিকারিক ড্রোন উড়িয়ে ঘটনার উপড়ে নজর রাখে।
শোনা যাচ্ছে যে, CAA-NRC বিরোধে জাফারাবাদে মহিলারা ধরনায় বসেছেন। আজ সকালে মহিলারা জাফারাবাদ রোড থেকে রাজঘাট পর্যন্ত পদ যাত্রা করেন। যদিও দিল্লী পুলিশ এই মার্চের অনুমতি দিয়েছিল না।
#WATCH Delhi: People continue to protest in Jaffrabad metro station area, against #CitizenshipAmendmentAct. Security has been deployed there.
As per the Delhi Metro Rail Corporation, entry and exit of Jaffrabad have been closed. Trains will not be halting at this station. pic.twitter.com/gOLTj9MUnG
— ANI (@ANI) February 23, 2020
https://platform.twitter.com/widgets.js
রবিবার এই মার্চ বেরনোর আগে পুলিশ আগে থেকেই জাফারাবাদ রোডে আধাসামরিক বাহিনী মোতায়েন করে দিয়েছিল। রোডে সেনা নামার পর জাফারাবাদ এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রায় রাত ১০ঃ৩০ নাগাদ ধরনায় বসা মহিলারা জাফারাবাদের প্রধান সড়কে বসে যায়, আর মেট্রো স্টেশনের পাশে জ্যাম সৃষ্টি করে। প্রায় ৩০ মিনিট পর্যন্ত রস্তা বন্ধ করে রেখেছিন মহিলারা।
from India Rag https://ift.tt/37QZsnd
Bengali News