মধ্যপ্রদেশের দাগি, দুর্নীতি যুক্ত অফিসারদের উপর মেহেরবান সরকার। দুর্নীতি আর ঘুষ নেওয়ার মামলায় ফেঁসে যাওয়ার পর অফিসারদের সরিয়ে দেওয়ার জায়গায় ভালো পোস্ট দেওয়া হচ্ছে। সম্প্রতি এইরকমই কিছু মামলা সামনে এসেছে, আর এরপরেই শাসক দল আর প্রশাসনের উপর প্রশ্ন উঠছে।
আবগারি দপ্তরের মতো মালদার বিভাগ হোক আর পুলিশ, দুর্নীতিবাজ অফিসার আর ঘুষখোর অফিসারই হোক, সরকার তাঁদের সাজা দেওয়ার জায়গায় ভালো পোস্ট দিয়ে তাঁদের উন্নতি করছে। কয়েক মাস আগে ইন্দোরে আবগারি সহায়ক কমিশন আলোক খেরের বিরুদ্ধে তল্লাশি চালিয়েছিল দুর্নীতি দমন শাখা। কিন্তু সরকার তাঁকে সাজা না দিয়ে, গুরুত্বপূর্ণ পদ দিয়েছে।
আরেকটি মামলা আবগারি বিভাগের সাথেই যুক্ত। দুর্নীতি দমন শাখা মধ্যপ্রদেশের ধার জেলার আবগারি আধিকারিক পরাক্রম সিং এর ডেরায় তল্লাশি চালিয়েছিল। এই তল্লাশির পর আবগারি বিভাগ থেকে তাঁকে সরানোর জন্য চিঠি লেখা হয়েছিল দুর্নীতি দমন শাখার তরফ থেকে। কিন্তু সরকার তাঁকে না সরিয়ে খোরগৌন জেলার বড় অফিসার বানিয়ে দেয়।
আরেকটি মামলা পুলিশ বিভাগের সাথে জড়িত। বৈতুল জেলার এসডিওপি এমএস বড়গুজর গত বছর নভেম্বর মাসে ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছিলেন। আর তখনও ওনার বিরুদ্ধে পদক্ষেপ না নিয়ে আর কোন তদন্ত না করে ওনাকে এমনিই ছেড়ে দেওয়া হয়।
শুধু এই কয়টি মামলাই না, এরকম আরও মামলায় সরকার দাগি অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপ না নিয়ে তাঁদের পদোন্নতি করেছে সরকার। আর এই নিয়েই সরব হয়েছে বিরোধী দল বিজেপি।
from India Rag https://ift.tt/3bQixJe
Bengali News