নির্ভয়া (Nirbhaya) দোষীদের শীঘ্রই ফাঁসিতে ঝোলানোর জন্য তিহার জেল প্রশাসন আরও একবার পাটিয়ালা হাউস কোর্টে পৌঁছায়। এই মামলায় শুনানি করার সময় শুক্রবার আদালত ডেথ ওয়ারেন্ট জারি করবে না বলে জানিয়ে দেয়। এর আগে আদালতের কার্যবাহি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বৃহস্পতিবার আদালত সমস্ত দোষীদের শুক্রবারের মধ্যে জবাব দায়ের করার নির্দেশ দিয়েছিল।
এই মামলায় শুনানি করার সময় দোষীদের আইনজীবী দাবি করে যে, যখন দিল্লী হাইকোর্ট দোষীদের সাতদিনের সময় দিয়েছে, তখন ডেথ ওয়ারেন্ট জারি করার জন্য এত তড়িঘড়ি কিসের? আর এই সুপ্রিম কোর্ট যাওয়ারও কি দরকার? এই বিষয়ে আদালত সমস্ত পক্ষের কথা শোনার পর নতুন ডেথ ওয়ারেন্ট জারি করবে না বলে জানিয়ে দেয়।
আরেকিকে, আদালতের এই সিদ্ধান্তে নির্ভয়ার মা আশা দেবী ক্ষোভ প্রকাশ করেন। উনি বলেন, কোন মামলা পেন্ডিং না থাকার পরেও আদালত আজও ডেথ ওয়ারেন্ট জারি করলো না। আদালতের কাছে ক্ষমতা ছিল, আর আমাদের কাছে সময়।
উনি বলেন, এটা আমদের সাথে অন্যায় হয়েছে। পাশাপাশি উনি বলেন, আমিও দেখব আদালত কতদিন দোষীদের সময় দেয় আর সরকার কতদিন দোষীদের সমর্থন করে।
from India Rag https://ift.tt/2UuPLYt
Bengali News