আমেরিকার রাষ্ট্রপতি (Us President) ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) নিজের দুই দিবসিয় যাত্রায় সোমবার সকালে গুজরাটের আহমেদাবাদ পৌঁছান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আহমেদাবাদ এয়ারপোর্টে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে আলিঙ্গন করে স্বাগত জানান।
#WATCH Prime Minister Narendra Modi hugs US President Donald Trump as he receives him at Ahmedabad Airport. pic.twitter.com/rcrklU0Jz8
— ANI (@ANI) February 24, 2020
https://platform.twitter.com/widgets.js
বিমানবন্দরে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সাথে আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও ছিলেন। রাষ্ট্রপতি হিসেবে ডোনাল্ড ট্রাম্পের এটাই প্রথম ভারত সফর। উনি এই সফরে নিজের পুরো পরিবারের সাথেই ভারতে এসেছেন।
এয়ারপোর্ট থেকে মোতেরা স্টেডিয়াম পর্যন্ত প্রধানমন্ত্রী মোদী এবং ডোনাল্ড ট্রাম্প ২২ কিমি দীর্ঘ রোড শো করবেন। ওই রস্তায় সাবরমতি আশ্রমও পড়বে। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পে সাবরমতি আশ্রমে গিয়ে মহত্মা গান্ধীকে শ্রদ্ধাঞ্জলি জানাবেন।
Prime Minister Narendra Modi hugs US President Donald Trump upon his arrival in Ahmedabad. pic.twitter.com/MVeLHWt9jq
— ANI (@ANI) February 24, 2020
https://platform.twitter.com/widgets.js
ডোনাল্ড ট্রাম্প নিজের পুরো পরিবারের সাথেই ভারতে এসেছেন। আর ওনার এই সফরে তিনি গুজরাটের আহমেদাবাদ দিল্লী এবং উত্তর প্রদেশের আগ্রা সমেত তাজমহলের দর্শন করবেন। শোনা যাচ্ছে যে, ডোনাল্ড ট্রাম্পের তাজ দর্শনে ১৯৮০ এর দশকের তাজমহলকে ফিরিয়ে আনা হয়েছে।
from India Rag https://ift.tt/32n6Mpp
Bengali News