-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

দেশ ভাগ না হলে মুসলিম লীগ ভারতে আরও হিন্দুদের হত্যা করত! বললেন কংগ্রেস আমলের বিদেশ মন্ত্রী নটবর সিং

- February 09, 2020

প্রাক্তন বিদেশ মন্ত্রী নটবর সিং (natwar singh) বলেন, উনি দেশ ভাগ হয়েছিল সেটাতে খুশি। উনি রবিবার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, ‘আমি খুশি যে, ভারত ভাগ হয়েছিল। যদি ভারত ভাগ না হত, তাহলে মুসলিম লিগ (Muslim League) দেশ চালাতে দিত না।” নটবর সিং রাজ্যসভার সাংসদ এমজে আকবর (MJ Akbar) এর নতুন পুস্তক ‘গান্ধী হিন্দুইজমঃ দ্য স্ট্রাগল এগেইন্সট জিন্নাহ ইসলাম” এর লঞ্চিংয়ে এই কথা বলেন। এই পুস্তকের লঞ্চিং প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জী নিজের নিবাসে করেন।

নটবর সিং বলেন, ‘আমার হিসেবে আমি খুব খুশি যে ভারতের ভাগ হয়েছিল। কারণ ভারত ভাগ না হলে, আমাদের অকেন ডাইরেক্ট অ্যাকশন ডে দেখতে হত। আমরা এটা প্রথম জিন্নাহর জীবদ্দশায় ১৬ই আগস্ট ১৯৪৬ সালে দেখেছিলাম।”

উনি বলেন, ‘সেই সময় কলকাতায় হাজার হাজার হিন্দুদের মেরে ফেলা হয়েছিল। আর সেটির প্রতিক্রিয়া হিসেবে বিহারে মুসলিমদের মারা হয়েছিল।” উনি বলেন, ‘দেশ ভাগের পিছনে সবথেকে বড় কারণ হল, মুসলিম লিগ দেশকে সঠিক ভাবে চালাতে দিত না।”

কি এই ডাইরেক্ট অ্যাকশন ডে?  মোহম্মদ আলী জিন্নাহ এর নেতৃত্বে মুসলিমদের জন্য আলাদা দেশের দাবি শুরু হয়। ১৬ই আগস্ট ১৯৪৬ সালে এই দাবি নিয়েই কলকাতায় দাঙ্গা শুরু হয়েছিল। এই দাঙ্গায় কলকাতায় হাজার হাজার হিন্দুকে মেরে ফেলা হয়েছিল। আর এই ঘটনার পিছনে সরাসরি হাত ছিল মুসলিম লীগের। এই নরসংহারের ঘটনাকে ডাইরেক্ট অ্যাকশন ডে নামে জানা যায়।



from India Rag https://ift.tt/2tEhJpw
Bengali News
 

Start typing and press Enter to search