চীনে (China) করোনাভাইরাসে (Coronavirus) মৃতের সংখ্যা ৩০৪ হয়ে গেছে। আর এই ভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা ১৪ হাজার পার করেছে। চীনের বুহান (Wuhan) থেকে ৯৬ ঘণ্টায় ৬৪৭ জন ভারতীয়কে দিল্লীতে নিয়ে আসা হয়েছে। মালদ্বীপের ৭ নাগরিককেও ফিরিয়ে এনেছে ভারত। ভারতীয় ছাত্রদের বাড়ি ফেরা দেখে চীনে ফেঁসে যাওয়া পাকিস্তানিরা (Pakistan) নিজদের দেশের সরকারের কাছে সাহায্যের আর্তি জানিয়েছে। আরেকদিকে পাকিস্তান সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তাঁরা পাকিস্তানি নাগরিকদের ফেরত আনবে না।
Pakistani student in Wuhan shows how Indian students are being evacuated by their govt. While Pakistanis are left there to die by the govt of Pakistan: pic.twitter.com/86LthXG593
— Naila Inayat नायला इनायत (@nailainayat) February 1, 2020
https://platform.twitter.com/widgets.js
এই ঘোষণার পর ইমরান খান সরকার সমালোচনার মুখে পড়ে যায়। যখন ভারতীয় ছাত্র আর নাগরিকদের সেখান থেকে দেশে ফিরিয়ে আনার জন্য এয়ার ইন্ডিয়ার বিমান পৌঁছায়, সেটা দেখে পাকিস্তানিদের ধৈজ্যের বাঁধ ভেঙে যায়। আর সেটার উদাহরণ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও দেখলেই বোঝা যায়।
ওই ভিডিওতে পাকিস্তানের এক ছাত্র বলে, ‘আমরা এখানে যাঁদের দাঁড়িয়ে থাকতে দেখছেন। তাঁরা সবাই ভারতীয় নাগরিক। এই বাস তাঁদের অ্যাম্বেসির তরফ থেকে পাঠানো হয়েছে। বুহানের বিশ্ববিদ্যালয় থেকে এই ছাত্রদের এয়ারপোর্টে নিয়ে যাওয়া হচ্ছে, আর সেখান থেকে তাঁদের ভারতে নিয়ে যাওয়া হবে। বাংলাদেশের নাগরিকেরাও আজ তাঁদের বাড়ি চলে যাবে। শুধুমাত্র আমরা পাকিস্তানিরা থেকে যাব! আমাদের সরকার বলছে, তোমরা বেঁচে থাক আর মরো, সংক্রমিত হয়ে যাও! আমরা তোমাদের দেশে আনব না। আর তোমাদের কোন সুবিধাও দেবো না।”
Students in China need our Government's attention they are facing many difficulties Pm @ImranKhanPTI should take immediate action #coronarovirus pic.twitter.com/TSuTPkBGd0
— WaQar Ameer Sathio (@Bolo_WaQar) February 1, 2020
https://platform.twitter.com/widgets.js
ওই ভিডিওতে স্পষ্ট শোনা যাচ্ছে যে, পাকিস্তানের ছাত্ররা তাঁদের দেশকে কিভাবে দোষারোপ করছে। ভিডিওতে বলা হচ্ছে, ‘পাকিস্তানের লজ্জা হওয়া উচিৎ, আমদের দেশকে ভারতের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিৎ। পাকিস্তান দেখুক, ভারত কিভাবে তাঁদের নাগরিকদের যত্ন নিচ্ছে।”
ইমরান সরকারের নজর কাড়তে চীনে ফেঁসে থাকা পাকিস্তানি নাগরিক আর ছাত্ররা এই ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয়। তাঁদের দাবি হল, পাক প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের নাগরিকদের উদ্ধারের জন্য তৎকাল পদক্ষেপ নিক।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2GN2NIU
Bengali News