AIMIM এর বরিষ্ঠ নেতা ওয়ারিস পাঠানের (Waris Pathan) বিতর্কিত বয়ানের বিরুদ্ধে বিহারের মুজফরপুরের একটি মুসলিম সামাজিক সংগঠন তাঁর কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ প্রকাশ করে। শুধু তাই নয়, তাঁরা এও ঘোষণা করে যে, ওয়ারিস পাঠানের মাথা কেটে আনতে পারলেই সেই ব্যাক্তিকে ১১ লক্ষ টাকা নগদ পুরস্কার দেওয়া হবে।
মুজফরপুর জেলার নগর থানার অন্ত্রগত কোম্পানি বাগ রোডে সামাজিক সংগঠন এক-এ-হিন্দুস্তান মোর্চার ব্যানার নিয়ে সংগঠনের সদস্যরা ওয়ারিস পাঠানের বিরুদ্ধে প্রদর্শন করে আর তাঁকে দেশদ্রোহী ঘোষণা করে। সংগঠনের রাষ্ট্রীয় সংযোজক বলেন, ওয়ারিস পাঠান পাকিস্তানের ভাষায় কথা বলেছে।
তিনি জানান, ওয়ারিস যেই ভাষায় কথা বলেছে সেটা পাকিস্তানের ভাষা, এই দেশদ্রোহী ভাষার আমরা তীব্র বিরোধিতা করছি আর আমাদের সংগঠনের তরফ থেকে ঘোষণা করছি যে, এইরকম সন্ত্রাসবাদীদের ধর থেকে মাথা আলাদা করে দেওয়া হোক। সংগঠনের রাষ্ট্রীয় সংযোজক এও বলেন যে, যেই ব্যাক্তি ওয়ারিস মাথা কেটে আনতে পারবে তাঁদের আমরা ১১ লক্ষ টাকা পুরস্কার দেব।
আপনাদের জানিয়ে দিই, AIMIM এর নেতা তথা প্রাক্তন বিধায়ক ওয়ারিস পাঠান ১৫ই ফেব্রুয়ারি কর্ণাটকের গুলবর্গায় নাগরিকতা সংশোধন আইন বিরোধী র্যালিতে বলেছিলেন, আমরা ১৫ কোটি মুসলিম মিলে ১০০ কোটি হিন্দুদের শিক্ষা দিতে পারব। ওনার এই বয়ানের পর গোটা দেশে সমালোচনা ঝড় বয়ে গেছে।
from India Rag https://ift.tt/32hhqxL
Bengali News