-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

বাইবেল ও কোরআন বিলিতে নেই বাধা, কিন্তু হনুমান চল্লিশা বিলিতে বাধা! এ কেমন ধৰ্মনিরপেক্ষতা কলকাতা বইমেলায়?

- February 10, 2020

রবিবার দিন কলকাতা বইমেলায় (Kolkata Book Fair) অন্তিম দিন ছিল, আর শেষ দিনে যা আশা করা হয়নি তাই ঘটলো। আসলে কলকাতা বইমেলার শুরুর দিন থেকে বিনা বাধায় ফ্রিতে বাইবেল, কোরান বিতরণের ঘটনা ঘটছে। সেক্ষেত্রে কলকাতা পুলিশ বা প্রশাসন কোনো বাধা দেয়নি। তবে রবিবার দিন বিশ্বহিন্দু পরিষদের স্টল থেকে হনুমান চল্লিশা বিতরণ করা হলেই সাম্প্রদায়িকতা ছড়ানোর অভিযোগে বাধা প্রদান করা হয়।

এখন এ প্রসঙ্গে ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্নঃ উঠতে শুরু হয়েছে। বাইবেল, কোরান বিতরণ নিয়ে সরকারের কোনো বাধা নেই, কিন্তু হনুমান চল্লিশা বিতরণে সাম্প্রদায়িকতা কেনো চোখে পড়ছে তার উপরেই প্রশ্নঃ উঠেছে। রবিবার দিন কলকাতা বইমেলার অন্তিম দিন ছিল এবং ভিড় দেখার মতো ছিল। কলকাতা বইমেলার

VHP বইমেলার সমস্থ নিয়ম মওনে ও ফিস দিয়ে ৩৭০ নাম্বার স্টল পেয়েছিল। VHP তাদের স্টল থেকে হনুমান চল্লিশা বিলি করছিল। কিন্তু পুলিশ সাম্প্রদায়িকতার অভিযোগ তুলে হনুমান চল্লিশা বিলি বন্ধ করে দেয়। পুলিশের এক তরফা কার্যবাহী দেখে লোকজন সেখানে জড়ো হতে থাকে, শুরু হয় শ্লোগানবাজি। লোকজনের সাথে সাথে নেতারাও জমায়েত হয়েছিল।

যার পর পুলিশ VHP এর স্টলকে চালু রাখার অনুমতি দেয়। অনেকে বলেছেন পুলিশ বিষয়টি ভুল বুঝে হনুমান চল্লিশা বিতরণে বাধা দিয়েছিল। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জীর সরকার ক্ষমতায় রয়েছে এবং সরকারের বিরুদ্ধে হিন্দুত্ববাদীদের দমনের বহু অভিযোগ রয়েছে। এমন অবস্থায় কলকাতা বইমেলায় VHP এর স্টলের হনুমান চল্লিশা বিতরণকেও খারাপ চোখে দেখছে সমাজের একাংশ।



from India Rag https://ift.tt/38h2D8H
Bengali News
 

Start typing and press Enter to search