নাগরিকতা সংশোধন আইন (CAA) আর এনআরসি-এর বিরোধে বসা প্রদর্শনের বিরুদ্ধে বঙ্গ বিজেপির (BJP) সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh) বিতর্কিত মন্তব্য করে বসলেন। দিলী ঘোষ বলেন, দিল্লীর শাহিনবাগ আর কলকাতার পার্ক সার্কাসে অশিক্ষিত মহিলা এবং পুরুষেরা প্রদর্শন করছে। তাঁদের বিদেশী টাকায় কেনা বিরিয়ানি খাওয়ানো হচ্ছে আর টাকা দেওয়া হচ্ছে।
একটি দলীয় অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় দিলীপ ঘোষ বলেন, ‘গরিব এবং অশিক্ষিত মহিলা আর পুরুষেরা রাস্তায় বসে ধরনা দিচ্ছে। তাঁদের বিরিয়ানি খাওয়ানো হচ্ছে, যেটা বিদেশী পয়সায় কেনা হয়েছে।”
বিজেপির এই সাংসদ বলেন, ‘দিল্লীর শাহিনবাগ হোক আর কলকাতার পার্ক সার্কাস, প্রতিটি জায়গায় একই পরিস্থিতি। বৃন্দা কারাট আর পি চিদম্বরমের মতো মানুষ এই ভীরে নাম লেখাচ্ছে। কিছু অশিক্ষিত মহিলা নিজের কোলে বাচ্চা নিয়ে বসে আছে। এরা শুধু পয়সা চেনে।”
দিলীপ ঘোষের এই বয়ানের পরিপেক্ষিতে তৃণমূল কংগ্রেস আর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তীব্র প্রতিক্রিয়া দিয়েছে। সিপিএম এর পলিট ব্যুরোর সদস্য মোহম্মদ সেলিম বলেছেন, ‘যারা সত্য জানেনা, তাঁরাই মহিলাদের নিয়ে এমন বিতর্কিত মন্তব্য করতে পারে।” আরেকদিকে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, এইরকম মন্তব্য বিজেপির মনোভাব পরিস্কার করে।
from India Rag https://ift.tt/39GUTx5
Bengali News