এক ব্যাক্তি যিনি ১৪ বছর পর্যন্ত জেলের সাজা কাটিয়েছেন, তিনি এবার জেল থেকে বাইরে এসে ডাক্তার হয়ে জীবনের আসল লক্ষ্য অর্জন করলেন। ৪০ বছর বয়সী সুভাষ প্যাটেল (Subhash Patil) জানায়, সে কর্ণাটকের আফজলপুরা কালবুর্গীর বাসিন্দা। ১৯৯৭ সালে সে এমবিবিএস তৃতীয় বছরের পড়াশুনা করছিল।
Kalaburagi:Subhash Patil who was convicted for 14yrs, realises his dream of becoming a doctor,says,I joined MBBS in'97,but in '02 I was jailed in a murder case.I worked at jail's OPD;After release in 2016 for good conduct,completed MBBS in '19, today I've completed 1yr internship pic.twitter.com/fE5kNleymY
— ANI (@ANI) February 15, 2020
https://platform.twitter.com/widgets.js
সেই সময় একটি মামলায় পুলিশ সুভাষকে গ্রেফতার করে। এরপর ২০০৯ সালে আদালত সুভাষকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। জেলে সুব্যবহার করার জন্য ২০১৬ সালে তাঁকে জেল থেকে মুক্তি দেওয়া হয়।
এরপর ২০১৯ এ সুভাষ নিজের এমবিবিএস পড়াশুনা সম্পূর্ণ করেন। তারপর সুভাষ এক বছরের প্রয়োজনীয় ইন্টার্নশিপও করেন। এই মাসের প্রথমে সুভাষ এমবিবিএস ডিগ্রি হাসিল করেন।
from India Rag https://ift.tt/31U45LQ
Bengali News