দেশ জুড়ে সিএএ (CAA), এনআরসি (NRC) আর এনপিআর (NPR) নিয়ে বিক্ষোভ প্রদর্শন চলছে। বিশেষ করে অসমে (Assam) এই বিক্ষোভ বেশি করে হচ্ছে। আরেকদিকে আজ অসমের অর্থ মন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma) একটি সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময় বলেন, কাউকে ভারতীয় নাগরিকতার জন্য আবেদন করার সময় ধার্মিক প্রতারিত হওয়ার কোন প্রমাণ পেশ করতে হবেনা। উনি বলেন, কেউই এর প্রমাণ জোগাড় করবে কোথা থেকে?
উনি বলেন, বাংলাদেশ পুলিশ (Bangladesh Police) কখনো আপনাকে নির্যাতিতর সার্টিফিকেট দেবে না। আপনাকে শুধু প্রমাণ করতে হবে যে, আপনি ৩১ ডিসেম্বর ২০১৪ এর আগে ভারতে এসেছেন। উনি বলেন, একবার নিয়ম গুলোকে অন্তিম রুপ দিয়ে দিলেই, অসমের মানুষকে আশ্বস্ত করা হবে যে রাজ্যে কেবল মাত্র ৩ থেকে ৫ লক্ষ মানুষ থাকে যারা ভারতীয় নাগরিকতা পাওয়ার যোগ্য।
অসমের অর্থ মন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেন, পশ্চিমবঙ্গে প্রায় ১ কোটি মানুষ সিএএ এর মাধ্যমে ভারতীয় নাগরিকতা হাসিল করবে। সুত্র অনুযায়ী, অসম সরকার রাজ্যে সিএএ লাগু করার জন্য তিন মাসের প্রস্তাব রেখেছে।
এই তিন মাসে যে সমস্ত ব্যাক্তিরা ভারতীয় নাগরিকতা পাওয়ার জন্য আবেদন করবেন, তাঁরা নাগরিকতা পেয়ে যাবেন। আর এটা নিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নিয়ম নির্ধারণ করা হবে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2NysqRm
Bengali News