জম্মু কাশ্মীরের (Jammu Kashmir) শ্রীনগর থেকে বড় খবর সামনে আসছে। শ্রীনগরের নুরবাগ এলাকায় জঙ্গিরা গ্রেনেড অ্যাটাক (Grenade Attack) করেছে বলে জানা যাচ্ছে। এই জঙ্গি হামলায় এক সিআরপিএফ (CRPF) কর্মী আর জম্মু কাশ্মীর পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন। শোনা যাচ্ছে যে, ওই জওয়ানদের পা আর চোখে আঘাত লেগেছে, আর তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
Militants lob grenade at police post in Srinagar, 2 security personnel injured: Police
— Press Trust of India (@PTI_News) January 24, 2020
https://platform.twitter.com/widgets.js
জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলায় বুধবার সেনার এনকাউন্টারে এক জঙ্গি খতম হয়। মৃত জঙ্গি পাকিস্তানের বাসিন্দা বলে জানা যায়। আর ওই জঙ্গি নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-এ-মোহম্মদ এর সাথে যুক্ত ছিল। এক বরিষ্ঠ পুলিশ আধিকারিক শুক্রবার এই তথ্য দেন। উনি বলেন, মৃত জঙ্গি দক্ষিণ কাশ্মীরে আবু সৈফুল্লা আর আবু কাসিমের নামে সক্রিয় ছিল।
আধিকারিক জানান, মৃত জঙ্গি দুজনের অপহরণ আর হত্যার সাথে জড়িত। আর সাথে সাথে সে বিশেষ পুলিশ আধিকারিক (এসপিও) আর অ-কাশ্মীরি শ্রমিকদের উপত্যকা ছেড়ে যাওয়ার হুমকি দিত। উনি বলেন, ২০১৩ সালে কুপওয়ারায় সেনার এনকাউন্টারে খতম হওয়া কুখ্যাত জইশ এর জঙ্গি পাকিস্তানি কম্যান্ডার কারী ইয়াসির এর ঘনিষ্ঠ ছিল।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/37kQfE2
Bengali News