বেশ কিছু কলেজে ড্রেস কোড হয়, কিন্তু বিহারের রাজধানী পাটনার জেডি মহিলা কলেজে ড্রেস কোড ছাড়াই এক নতুন নিয়ম চালু হল। এই কলেজে বোরখা (burqa) পড়ে ঢোকা নিষিদ্ধ হয়েছে। এই মহিলা কলেজে দুদিন ধরে একটি নোটিশ সার্কুলার হচ্ছে। যেখানে স্পষ্ট ভাষায় লেখা আছে যে, শনিবার বাদ দিয়ে প্রতিদিন নির্ধারিত ড্রেস কোডেই কলেজে ঢুকতে হবে।
কলেজ ক্যাম্পাস আর ক্লাসের মধ্যে বোরখা নিষিদ্ধ। যদি ছাত্ররা এই নিয়ম পালন না করে, তাহলে তাঁকে ২৫০ টাকা জরিমানা করা হবে। পাটনা কলেজের এই সার্কুলারে অনেক ছাত্রীই আপত্তি জাহির করেছে। তাঁদের বক্তব্য অনুযায়ী, কলেজে বোরখা পড়ায় সমস্যটা কোথায়?
এই বিষয়ে কলেজের উপাচার্য ডঃ শ্যামা রায় জানান, আমরা এই ঘোষণা আগেই করে দিয়েছিলাম। নতুন সেশনের অরিয়েন্টেশনের সময় ছাত্রীদের এই ব্যাপারে বলা হয়েছিল। ছাত্রীদের মধ্যে সমসত্ত্বতা আনার জন্য আমরা এই নিয়ম চালু করেছি। উনি জানান, ছাত্রীদের শুক্রবার পর্যন্ত ড্রেস কোড পালন কোর্টে হবে, আর শনিবার তাঁরা নিজের ইচ্ছেমত ড্রেস পড়ে আসতে পারে। উনি জানান, এটা কলেজের নিয়ম, আর এটিকে পালন করতেই হবে।
পাটনা হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী প্রভাকর টেকরিবাল জানান, আইনজীবীরা আদালতে ড্রেস কোড পালন করে। আদালতে কেউ বোরখা পড়ে আসেনা। আর এই নিয়ম কলেজেও চালু হলে, আপত্তি জাহির করা অনুচিত। এই নিয়মকে আইনেও অবৈধ বলা যাবেনা।
আরেকদিকে কিছু মৌলানা এই নিয়মে আপত্তি জাহির করেছে। তাঁরা জানিয়েছে যে, যেহেতু নিষেধাজ্ঞা জারি হয়েছে, সেহেতু এটার বিরোধিতা হবেই। জেডি মহিলা কলেজের এই পদক্ষেপ ভুল। এই নিয়মে উপাচার্যের মানসিকতা কি বোঝা যায়। মৌলানা বলেন যে, মুসলিমদের নিশানা করেই এই নিয়ম বানানো হয়েছে। এটা সমাজকে ভাঙার কাজ চলছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/3aGNK16
Bengali News