-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

সমস্ত বাংলাদেশি মূল রুপে হিন্দু, ইসলাম তো অনেক পরে এসেছেঃ বাংলাদেশি লেখিকা শর্বরী আহমেদ

- January 02, 2020


আমেরিকায় থাকা বাংলাদেশি লেখিকা শর্বরী আহমেদ (Sharbari Ahmed) বলেন, বাংলাদেশিরা মূল রুপে হিন্দু হওয়ার কারণে তাঁরা ভারতীয়দের মতই। যদিও লেখিকা বলেন, বাংলাদেশের মানুষেরা তাঁদের মূল রুপ ভুলে গেছে। শর্বরী আহমেদের জন্ম বাংলাদেশের রাজধানী ঢাকায় হয়েছিল। আর ওনার বয়স যখন মাত্র তিন সপ্তাহ, তখন তিনি আমেরিকায় চলে যান।

https://platform.twitter.com/widgets.js

জনপ্রিয় আমেরিকার টেলিভিশন শো ‘কোয়ান্টিকো” (Quantico) সিজন ওয়ানের সহ লেখিকা শর্বরী আহমেদ বলেন, চরমপন্থী ধার্মিক সংগঠনের কারণে আমার পরিচয় একজন বাঙালির জায়গায় বাংলাদেশি হয়ে গেছে।  কোয়ান্টিকোয় ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপরা মুখ্য ভূমিকা পালন করেছেন।

লেখিকা শর্বরী আহমেদ বলেন, ‘বাংলাদেশিরা কি করে নিজেদের হিন্দু ঐতিহ্যকে অস্বীকার করে? আমরা সর্বপ্রথম হিন্দু, ইসলাম অনেক পরে এসেছে। ব্রিটেন আমাদের উপর অত্যাচার করেছে, আমাদের অধিকার কেড়ে নিয়েছে ইংরেজরা। আমাদের হত্যা করেছে ওঁরা।” উনি বলেন, অবিভহক্ত ভারতের ঢাকাতে ঐতিহ্যবাহী মলমল শিল্পকে ধংস করেছে এই ইংরেজরাই। উনি বলেন, আমার আস্থা আর বাংলাদেশি হওয়ার সুবাদে আমি ‘Dust Under Her Feet” উপন্যাস লেখার অনুপ্রেরণা পাই।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/35eWSWD
Bengali News
 

Start typing and press Enter to search