-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

মৌলানার হুঁশিয়ারি! নাগরিকতা সংশোধন আইন তুলে না নিলে অলিতে গলিতে বইবে রক্তের বন্যা

- December 15, 2019

উত্তর প্রদেশের (Uttar Pradesh) বেরেলি ইত্তেহাদ মিল্লত কাউন্সিল (IMC) এর প্রধান মৌলানা তৌকির রাজা খা (Tauqeer Raza Khan) শুক্রবার হুঁশিয়ারি দিয়েছেন যে, সরকার যদি নাগরিকতা সংশোধন আইন রদ না করে, তাহলে ভারতের গলিতে রক্ত বইবে। সিভিল লাইন্স নৌমহলা মসজিদে বিক্ষোভ প্রদর্শনের সময় তিনি মুসলিমদের এক হয়ে এই আইনের বিরুদ্ধে গর্জে উঠতে বলেন।

শুক্রবার জুম্মার নামাজের পর উত্তর প্রদেশের বেরেলি শহরের বাইরে অনেক এলাকাতেই মুসলিমরা বিক্ষোভ প্রদর্শন করে। এছাড়াও মুসলিম বহুল এলাকা গুলোতে দোকানপাট বন্ধ রাখা হয়েছিল। নাগরিকতা সংশোধন আইনের বিরোধিতায় বৃষ্টির মধ্যেও আইএমসি, মুসলিম সমাজ আর তাঞ্জিম উলমা ইসলাম সমেত বেশ কয়েকটি মুসলিম সংগঠন রাস্তায় নেমে প্রতিবাদ করে। জমিয়ত উলেমা হিন্দ আর সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন আলাদা করে বিক্ষোভ প্রদর্শন করে।

নৌমহলা মসজিদের গেটের বাইরে প্রদর্শনের সময় আইএমসি প্রধান তৌকির রাজা মুসলিমদের একজোট হয়ে নাগরিকতা সংশোধন আইনের গণতান্ত্রিক ভাবে প্রতিবাদ করতে বলেন। উনি বলেন, মুসলিমরা আদালতে যাবে রাষ্ট্রপতির কাছে আবেদন করবে, সরকারকে এই আইন তুলে নিতেই হবে। নাহলে ভারতের অলিতে গলিতে রক্তের বন্যা বইবে।

উনি বলেন, মুসলিমরা যদি ইজ্জতের সাথে জীবন যাপন করতে চায়, তাহলে তাঁদের বলিদান দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। প্রথম গুলি তাঁরা নিজেদের বুখে খাবে।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/35oD4B7
Bengali News
 

Start typing and press Enter to search