-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

মোদী সরকারের বড়ো সাফল্য: বেসরকারি ট্রেন তেজস টিকিট বিক্রি করে ১ মাসেই অর্জন করলো ৩.৭০ কোটি টাকা।

- November 11, 2019

দেশের প্রথম বেসরকারি ট্রেন তেজাস এক্সপ্রেস অক্টোবর মাসে ৭০ লক্ষ টাকা মুনাফা কামিয়েছে। রেল সূত্র থেকে জানা গেছে, এই ট্রেনের টিকিট বিক্রি থেকে ৩.৭০ কোটি টাকা রাজস্ব এসেছে। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি) দিল্লি ও লখনউয়ের মধ্যে এই ট্রেনটি পরিচালনা করে। তেজাস এক্সপ্রেস  রেলের একটা পরিকল্পনার অংশ যার মাধ্যমে রেল দেশের ৫০ টি রেল স্টেশনকে ওয়ার্ল্ড ক্লাস পরিষেবা দিতে চাই। এজন্য রেলওয়ে তার নেটওয়ার্কে বেসরকারী অপারেটরদের সহায়তায় ১৫০ টি ট্রেন পরিচালনার কৌশল তৈরি করেছে। সূত্রের মতে, ৫ অক্টোবর থেকে এখনও পর্যন্ত তেজাস ৮০-৮৫% আসন পূরণ ছিল।

তেজস এক্সপ্রেস সপ্তাহে ৬ দিন যাতায়াত করে। ৫ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত  তেজস ২১ দিন চলেছিল। এই সময়ের মধ্যে, আইআরসিটিসি প্রতিদিন 14 লক্ষ টাকা হারে ট্রেন পরিচালনার জন্য প্রায় 3 কোটি টাকা ব্যয় করেছে। এই সময়কালে টিকিট বিক্রির ফলে তেজস ১৭.৫০ লক্ষ টাকা আয় করেছে। এই ট্রেনে যাত্রীদের খাবার সরবরাহ, 25 লক্ষ অবধি বিনামূল্যে বীমা এবং ট্রেনের বিলম্বের জন্য ক্ষতিপূরণের মতো সুবিধা পাওয়া যায়। সরকার গত মাসে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছিল। বেসরকারি ট্রেন ও স্টেশন উন্নয়নের প্রকল্পে কাজ করার পরিকল্পনা করা হয়েছে। এই গ্রুপে সেক্রেটারিয়াল অফিসারদের একটি দলও ছিল। এই দলের প্রথম বৈঠকে রেলপথের আধুনিকায়ন ও যাত্রী সুবিধা বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে।

প্রসঙ্গত জানিয়ে দি, মোদী সরকারের বিরোধীরা তেজস নিয়ে নানা সমালোচনায় মেতেছিল। অনেকে সরকারের পরিকল্পনাকে ব্যার্থ বলে ঘোষণ করেছিল। কিন্তু শেষমেষ তেজস ও সরকারের পরিকল্পনা সাফল্য লাভ করেছে। তেজস ট্রেনের এই লাভ দেখার পর বিরোধী পক্ষের মুখে লাগাম পড়বে। একই সাথে সরকার তাদের পরবর্তী প্রকল্প বাস্তবায়ন করার উপর জোর দিতে পারবে।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2NAWWdA
Bengali News
 

Start typing and press Enter to search