বছরের পর বছর ধরে চলে আসা অযোধ্যা বিতর্ক এখন শেষ হয়েছে। প্রায় ৫০০ বছরের বিতর্কের অবসান করতে সক্ষম হয়েছে দেশের সুপ্রিম কোর্ট। অযোধ্যা মামলায় দেশের আদালত যে রায় দিয়েছে তা খুবই গ্রহণযোগ্য। পুঙ্খানুপুঙ্খ বিচার বিবেচনা করে মামলার রায় দিয়েছে আদালত। আদালতের রায় অনুযায়ী বিতর্কিত স্থানে রাম মন্দির তৈরি করতে বলা হয়েছে। অন্যদিকে মুসলিমদের জন্য অন্যত্র ৫ একর জমি প্রদান করতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের ৫ আইনজীবির বেঞ্চ সহমতভাবে এই রায় দিয়েছে।
এতবড়ো একটা বিতর্কের অবসান করার জন্য ৫ বিচারককে ভারতরত্ন দেওয়ার দাবি উঠতে শুরু হয়েছে। নিজের বক্তব্যের জন্য খবরের শিরোনামে থাকা বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং অযোধ্যা মামলার রায় দেওয়া ৫ বিচারকের জন্য ভারতরত্ন পুরষ্কারের দাবি তুলেছেন। সুরেন্দ্র সিং বালিয়ার বেরিয়া ক্ষেত্রের বিধায়ক। সুরেন্দ্র সিং বলেন, “সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দিয়েছে। দেশের ১৩০ কোটি জনতা এই সিদ্ধান্তে খুশি। এটা দেশের গণতন্ত্রের ইতিহাসে এমন সিদ্ধান্ত যেটাকে সকলে প্রশংসা করেছে। এমন বিচারকরা দেশের গর্ব, তাই এনাদের সর্বোচ্চ সন্মান ভারতরত্ন দেওয়া উচিত।”
শনিবার সুপ্রিম কোর্ট বিতর্কিত জমি হিন্দু পক্ষকে দেওয়ার রায় দিয়েছে। একই সঙ্গে আদালত কেন্দ্রীয় সরকারকে অযোধ্যায় পাঁচ একর জমি সুন্নি ওয়াকফ বোর্ডকে দেওয়ার জন্য বলেছিল। যার উপর আসাউদ্দিন ওয়েসী অসন্তোষ প্রকাশ করেছে। সুরেন্দ্র সিং আসাউদ্দিন ওয়েসীকে বাবরের বংশধর বলে কটাক্ষ করেছেন। যেহেতু ওয়েসী সুপ্রিম কোর্টের সন্মান করেনি তাই উনার উপর রাষ্ট্রদ্রোহ এর মামলা করা উচিত বলেও মন্তব্য করেন সুরেন্দ্র সিং।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2CJAoBb
Bengali News