ভারতে কোনো ব্যক্তি যে ধর্মের হোক না কেন, সকলের পূর্বপুরুষ এক। অনেক মানুষ সময়ের সাথে সাথে তাদের উপাসনা পদ্ধতি বদলে নিয়েছে কিন্ত পূর্বপুরুষ কোনোভাবেই বদলানো যায় না। ইংরেজরা আসার পর ভারতীয়দের আর্য, অনার্য হিসেবেও ভাগ করার চেষ্টা করেছিল। কিন্তু এখন প্রমাণিত হয়েছে যে ভারতের সকলের জিন এক, সকলের পূর্বপুরুষ এক। আর্য-অনার্য থিওরী সম্পূর্ণ মিথ্যা প্রমনিত হয়েছে। তাই দেশের অখণ্ডতার খাতিরে সকলের এক হয়ে দাঁড়ানো অবশ্যই প্রয়োজন। দেশপ্রেমের ক্ষেত্রে ধর্ম কখনোই বাধা হওয়া উচিত নয়।
সম্প্রতি এক ব্যাক্তি বিদেশে গিয়ে ভারতের প্রতি তার দেশপ্রেমের উদাহরণ পেশ করেছেন। আশফাক নামের এক মুসলিম ব্যাক্তি ইরাকে গিয়ে তেরঙ্গা নিয়ে ৮০ কিমি পথ হেঁটেছেন। তিনি গত 15 দিন ধরে ইরাকের একটি ধর্মীয় ভ্রমণে ছিলেন। সেখানে তিনি ইমাম হুসেনের চেহালামে যোগ দিয়ে আরবাইন নামে নাজাফ থেকে কারবালা পর্যন্ত পায়ে হেঁটেছিলেন। এই যাত্রাটি ৮০ কিলোমিটারেরও বেশি জুড়ে। আশফাক মধ্যেপ্রদেশের নিমুচ নামের এক স্থানের বাসিন্দা।
এই যাত্রায় বহু মানুষ সামিল হন। তবে ধর্মীয় যাত্রার জন্য অনেকে শুধু ধর্মীয় প্রতীক সাথে নিয়ে হাঁটতে পছন্দ করেন।অনেকে তো সরাসরি ধর্মকে দেশের থেকে উপরে মনে করেন। কিন্তু আশফাক জাতীয় পতাকা নিয়ে হেঁটে সমাজের জন্য একটা বড়ো উদাহরণ পেশ করেছেন। আশফাক তার সাথীদের সাথে মিলে এই ধর্মীয় যাত্রায় অংশ নিয়েছিলেন এবং সেখানে তেরঙ্গা হাতে পৌঁছেছিলেন। আশফাক পেশায় একজন কন্টাক্টর যিনি ধর্মীয় যাত্রার সময় তার ব্যাগের মধ্যে সবার প্রথম ভারতের জাতীয় পতাকাকে রেখেছিলেন। আশফাক যাত্রা সম্পূর্ণ করে ভারতে চলে এসেছেন। তার ছবি এখনও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2WPBLaE
Bengali News