নয়া দিল্লীঃ আমেরিকা আর চীনের মধ্যে ট্রেড ওয়ার খতম হওয়ার আশায় গোটা বিশ্বের শেয়ার বাজারে উচ্চতা দেখা গেছে। আর এর প্রভাব ভারতীয় শেয়ার বাজারেও দেখা গেছে। এর সাথে সাথে অর্থ মন্ত্রী নির্মলা সীতারমন এর তরফ থেকে অর্থব্যাবস্থাকে চাঙ্গা করতে কয়েকটি বড় পদক্ষেপ নেওয়ার সঙ্কেত পাওয়া গেছে। আর এর জন্য SENSEX নতুন উচ্চতায় পৌঁছে গেছে।
SENSEX প্রথমবার ৪০ হাজার ৫০০ এর উপরে গেছে। আরেকদিকে NSE এর ৫০ শেয়ারের প্রধান বেঞ্চমার্ক ইনডেক্স নিফটি আপাতত ৭৫ অঙ্কের উচ্চতার সাথে ১২ হাজার পার করেছে। এক্সপার্ট অনুযায়ী, শেয়ার বাজারের এই নয়া উচ্চতায় BSE লিস্টেড কোম্পানি গুলোর মার্কেট ৩৮ হাজার কোটি টাকা বেড়ে গেছে। আর এই নতুন উচ্চতার ফলে, বিনিয়োগকারীদের প্রচুর লাভ হবে বলে জানা যাচ্ছে।
SENSEX প্রথমবার ৪০ হাজার ৫০০ পার করেছে। আরেকদিকে, নিফটিও এই সময় ১২ হাজারের স্তর পার করে ফেলেছে। এছাড়াও ছোট আর মাঝারি কোম্পানির শেয়ারেও অনেক কেনাবেচা চলছে। আপানদের জানিয়ে রাখি, নিফটির অল টাইম রেকর্ড হল ১২ হাজার ১০৩।
বিএম পোর্টফলিওর হেড বিবেক মিত্তল সংবাদমাধ্যমকে জানান, অর্থ মন্ত্রী নির্মলা সীতারমনের তরফ থেকে অর্থব্যাবস্থাকে চাঙ্গা করার জন্য পদক্ষেপ নেওয়ার ইঙ্গিতের পর শেয়ার বাজার চাঙ্গা হয়েছে। এক্সপার্টরা জানান, বাজার দ্রুত গতিতে উন্নত হচ্ছে। আর ছোট বিনিয়োগকারীদের এটাই সুযোগ ফায়দা তুলে নেওয়ার। আগামী কিছু দিন সেনসেক্স আর নিফটি দ্রুততর ভাবে উচ্চতার নতুন শিখর ছুঁয়ে যাবে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2JVqqkb
Bengali News