গঙ্গার উৎপত্তি স্থল গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত ২০২০ এর ফেব্রুয়ারি মাসের মধ্যে পরিস্কার হয়ে যাবে। নমামি গঙ্গে পরিকল্পনার দ্বায়িত্বে থাকা রাজ্যের আধিকারিক দাবি করে বলেছেন, খুব শীঘ্রই গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গা পরিস্কার হয়ে যাবে। নমামি গঙ্গে যোজনা (Namami Gange Yojana) অনুযায়ী, রাজ্যে ২০০০ কোটি টাকার প্রকল্প চলছে, যার মাধ্যমে গোমুখ থেকে ঋষিকেষ পর্যন্ত ১৩৫টি অপরিস্কার নালা চিহ্নিত করা হয়েছে, যেটা গঙ্গায় গিয়ে মেশে। এর মধ্যে ১১০ নালা STP (sivrej treatment plant) এর সাথে জুড়ে দেওয়া হয়েছে।
STP এর মাধ্যমে অপরিস্কার নালার জল ট্রিটমেন্ট করা হয়। অপরিস্কার নালার জল এবার থেকে STP দিয়ে পরিস্কার করা হবে। এখনো পর্যন্ত নমামি গঙ্গের আধিকারিকরা দাবি করেছেন যে, ১৩১ এমএলডির জল পরিস্কার করে গঙ্গায় ছাড়া হচ্ছে। হরিদ্বারে ২২ এমন নালা আছে, যেগুলো গঙ্গায় মেশে, সেগুলোকেও চিহ্নিত করা হয়েছে, এবার সেগুলোকেও STP এর সাথে যুক্ত করা হবে।
আধিকারিকরা দাবি করে জানান যে, ফেব্রুয়ারি ২০২০ এর মধ্যে মেশা সমস্ত অপরিস্কার জলের নালা STP এর সাথে যুক্ত করা হবে। এরফলে গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গা পরিস্কার হয়ে যাবে। গঙ্গা যাতে অবিরল ভাবে বয়ে যায়, এরজন্য নমামি গঙ্গে যোজনার মাধ্যমে নদীর উপরেও ট্রিটমেন্ট প্লান্ট বানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2VBWBKi
Bengali News