নয়া দিল্লীঃ সিরিয়া থেকে নিজেদের সেনা তুলে নেওয়ার সাথে সাথে জঙ্গি সংগঠন আইএসআইএস (ISIS) কে নিঃশেষ করার জন্য আমেরিকা কড়া পদক্ষেপ নেওয়া শুরু করে দিয়েছে। রবিবার আমেরিকার সেনা ইসলামিক স্টেট এর প্রধান আবু বকর আল বাগদাদিকে নিশানা বানিয়ে একটি অভিযান সফল করে।
Something very big has just happened!
— Donald J. Trump (@realDonaldTrump) October 27, 2019
সুত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, আমেরিকার বায়ুসেনা দ্বারা করা এই হাওয়াই হামলায় ISIS এর প্রধান আবু বকর আল বাগদাদি খতম হয়েছে। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে একটি ট্যুইটও করেছেন। ওই ট্যুইটে উনি লেখেন, এবার কিছু বড়সড় হয়েছে। শোনা যাচ্ছে যে, কিছুক্ষণের মধ্যেই হোয়াইট হাউস এই বিষয়ে একটি আধিকারিক বয়ান জারি করবে।
The United States has carried out an operation targeting Islamic State leader Abu Bakr al-Baghdadi: Reuters (file pic) pic.twitter.com/tH1KUmDXaG
— ANI (@ANI) October 27, 2019
এর আগেও অনেকবার বাগদাদির মৃত্যুর খবর শোনা গেছে। কিন্তু এবার শোনা যাচ্ছে যে, বাগদাদির মৃত্যু নিয়ে আমেরিকা কিছু প্রমাণ পেশ করতে চলেছে। হোয়াইট হাউস শনিবার রাতে জানিয়েছিল যে, রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প একটি বড় বয়ান দেবেন। যদিও এই নিয়ে কোন তথ্য দেওয়া হয়নি যে, উনি কি নিয়ে বয়ান দিতে চলেছেন। হোয়াইট হাউসে সহ প্রেস সচিব হোগান গিডলে বলেন, আমেরিকার রাষ্ট্রপতি রবিবার সকালে চাঞ্চল্যকর তথ্য সামনে আনবেন।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/31J8cIU
Bengali News