-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ভারত বিরোধী মালয়েশিয়ার উপর একশন শুরু মোদী সরকারের! দেওয়া হবে উপযুক্ত শিক্ষা।

- October 03, 2019

শত্রুর শত্রু বন্ধু হয়- এই নীতি নিয়ে ভারত বিরোধী দেশগুলির বিরুদ্ধে নেমে পড়েছে মোদী সরকার। UNGA তে পাকিস্তান ছাড়াও দুটি ইসলামিক দেশ ভারতের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল। সেই দুটি দেশ হলো তুর্কি ও মালেশিয়া। এই দুটি দেশের সাথে পাকিস্তানের সম্পর্ক খুবই ভালো। একইসাথে দেশদুটি নিজেদের মুসলিমদের প্রতিনিধি দেখানোর চেষ্টা করে। যদিও সৌদি আরবের মতো মুসলিম দেশ কাশ্মীর ইস্যুতে ভারতের বিরোধিতা করেনি। কিন্তু কাশ্মীরে মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে বলে দাবি করে তুর্কি ও মালেশিয়া । কাশ্মীর ইস্যুটা দেশ দুটি সরাসরি পাকিস্তানকে সমর্থন জুগিয়েছে। জানিয়ে দি, জম্মুকাশ্মীর থেকে ভারত সরকার ধারা ৩৭০ উঠিয়ে দিয়েছে এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করে দিয়েছে। আর এটা নিয়েই পাকিস্তানের ক্ষোভ, আর পাকিস্তানের সমর্থন করছে তুর্কি ও মালেশিয়া।

তুর্কীর উপর সরকার আগেই একশন শুরু করেছে। এবার মালয়েশিয়ার উপরেও একশন শুরু হয়েছে বলে খবর সামনে আসছে। মালেশিয়াকে ঘিরে ফেলার জন্য ভারত সরকার সিঙ্গাপুর, ফিলিপিন্স ও ইন্দোনেশিয়ার সাথে সম্পর্ক দৃঢ় করছে। সিঙ্গাপুরের সাথে মালয়েশিয়ার সমুদ্রের এলাকা নিয়ে অনেক বির্তক রয়েছে। এবার এক্ষেত্রে ভারত নাক গলিয়ে কাশ্মীর ইস্যুর বদলা নিতে পারবে। শুধু এই নয়, মালেশিয়া থেকে আগত প্লাম ওয়েলের উপর ট্যাক্স বৃদ্ধিও শুরু হয়ে গেছে। ইন্দোনেশিয়ার সাথেও মালেশিয়ার সম্পর্ক ভালো নেই। সেখানেও ভারত সরকার ইন্দোনেশিয়ার সমর্থনে দাঁড়াবে। মালেশিয়া ও থাইল্যান্ডের সম্পর্কও খারাপ, কারণ বর্ডার এলাকায় আতঙ্কবাদের বৃদ্ধি হয়েছে। এমনকি মালেশিয়ার ভেতরেও শিয়া ও সুন্নি মুসলিমদের মধ্যে খুব দ্বন্দ রয়েছে। এমতো অবস্থায় মালেশিয়াকে শায়েস্তা করা ভারত সরকারের কাছে কোনো কঠিন বিষয় নয়।

UNGA সভা চলাকালীন প্রধানমন্ত্রী মোদী তুরস্কের তিনটি শত্রু দেশের রাষ্ট্রপতির সাথে কথা বলেন। মোদী তুর্কীর কট্টর শত্রু সাইপ্রাস এর রাষ্ট্রপতির সাথে কথা বলেন এবং উনাকে আশ্বাস দেন যে সাইপ্রাস এর অখণ্ডতা বজায় রাখতে ভারত সাহায্য করবে। তুরস্ক সাইপ্রাস এর উত্তর এলাকা অবৈধভাবে দখল করে রেখেছে। পুরো বিশ্ব সাইপ্রাসের উত্তরভাগকে সাইপ্রাস হিসেবে মান্যতা দিলেও তুরস্ক সেটা দেয় না। একইভাবে তুরস্কের আরো একটা বড়ো শত্রুদেশ হলো গ্রীস । প্রধানমন্ত্রী মোদী গ্রিসের প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন। গ্রীসের সাথে তুরস্কের সম্পর্ক অনেক সময় থেকে খারাপ চলছে। ১৯৯৬ সাল থেকে তুরস্ক ও গ্রীস অনেকবার যুদ্ধ পরিস্থিতি পর্যন্ত চলে এসেছিল।

একইসাথে প্রধানমন্ত্রী মোদী আর্মেনিয়ার রাষ্ট্রপতির সাথে দেখা করেন। ১৯১৫ সালে তুর্কি বহু আর্মেনিয়াবাসীর হত্যা করেছিল। সেই নিয়ে তুর্কীর সাথে আর্মেনিয়ার বিরোধ এখনও চলে। তাই প্রধানমন্ত্রী মোদী তুরস্কের ৩ টি কট্টর শত্রু দেশের সাথে সম্পর্ক মজবুত করে নেওয়ার পরিকল্পনা করেছে। প্রধানমন্ত্রী মোদী তিনটি দেশকেই সহায়তা করার আশ্বাস দিয়েছেন।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2pHIeIs
Bengali News
 

Start typing and press Enter to search