-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা” এর মঙ্গল যানে করে লাল গ্রহে যাচ্ছেন ভগবান ভেঙ্কটেশ্বর

- October 01, 2019

মঙ্গল (Mars) গ্রহের উদ্দেশ্যে রওনা দেওয়া আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা (American Space Agency NASA) এর রকেটে মাইক্রোচিপসে তিরুমালায় (Tirumala) অবস্থিত বিখ্যাত মন্দিরের ভগবান ভেঙ্কটেশ্বর (Venkateshwar) এর নাম থাকবে। এই মাইক্রোচিপস গুলো লাল গ্রহের উদ্দেশ্যে রওনা দেওয়া নাসার মঙ্গল ২০২০ এর রোভারে লাগানো হবে। রাষ্ট্রীয় পাণ্ডুলিপি মিশন এর প্রাক্তন নির্দেশক আর ভগবান ভেঙ্কটেশ্বর এর ভক্ত বি. ভেঙ্কট রেড্ডি মঙ্গলবার এই কথা জানান।

শ্রী ভেঙ্কটেশ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান সংস্থান এর প্রাক্তন প্রোফেসর বি. ভেঙ্কট রেড্ডি সংবাদ মাধ্যমকে জানান, ‘ আমি ভগবান ভেঙ্কটেশ্বর এর পবিত্র নাম জানিয়েছিলাম নাসার আধিকারিকদের। আর ওনারা আমার প্রস্তাবে রাজি হয়েছেন।”

আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানায়, মঙ্গলে পাঠানো যানের রোভারে মাইক্রোচিপসএ ভগবান ভেঙ্কটেশ্বর এর সাথে এক কোটি নাম লেখা থাকবে। রেড্ডি জানান, মঙ্গলবার পর্যন্ত নাসা সবার নাম নেবে, আপনি কোন নাম দিতে চাইলে নাসার ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন।

উনি বলেন, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সমর্থক। আর ভগবান ভেঙ্কটেশ্বরের ভক্ত। তিরুমালার প্রসিদ্ধ প্রাচীন মন্দিরের দেবতার নাম মঙ্গল গ্রহে পাঠাতে পেরে আমি নিজেকে ধন্য মনে করব। আপনাদের জানিয়ে রাখি, নাসা লাল গ্রহের অভিযানের জন্য নাম নথিভুক্ত করার কথা বলেছে। এই মিশন ২০২০ এর জুলাই মাসে শুরু হবে। আর ২০২১ এর ফেব্রুয়ারি মাসে মঙ্গলে অবতরণ করবে নাসার মঙ্গল যান।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2oYJGFT
Bengali News
 

Start typing and press Enter to search