শ্রীনগরে জঙ্গিরা গ্রেনেড হামলা করে। এই হামলা শ্রীনগরের হরি সিং হাই স্ত্রিট এলাকায় হয়েছে। হামলার পর ভারতীয় সেনা গোটা এলাকা ঘিরে ফেলে সার্চ অপারেশন চালাচ্ছে। এই হামলায় প্রায় আটজন আহত হয়েছে বলে জানা যাচ্ছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সেনা গোটা এলাকা ঘিরে জঙ্গিদের তল্লাশি শুরু করেছে।
এর আগে জঙ্গিরা দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে একটি গ্রেনেড হামলা করেছিল। ওই হামলা গত ৫ অক্টোবর হয়েছিল। ডিসি অফিসের বাইরে জঙ্গিদের করা ওই গ্রেনেড হামলায় পাঁচজন আহত হয়েছিলেন। ওই হামলা আহত ব্যাক্তিদের মধ্যে একজন সাংবাদিকও ছিলেন, এছাড়াও এক ট্র্যাফিক পুলিশ ছিলেন।
গোয়েন্দা সংস্থা গুলো গোটা রাজ্যে সাবধানিবার্তা জারি করেছে। জঙ্গিরা উপত্যকায় অন্যান্য জেলা এবং জনবহুল এলাকায় হামলা করতে পারে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা গুলো। আর সেই কারণে প্রায় প্রতিটি জেলার কেন্দ্রস্থান এবং সংবেদনশিল এলাকা গুলোতে সুরক্ষা বাড়িয়ে দেওয়া হয়েছে। রাস্তা দিয়ে যাওয়া কোন ব্যাক্তির উপরে সন্দেহ হলে, তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাঁর তল্লাশি নেওয়া হচ্ছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2IJy1Sq
Bengali News