প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সাথে দেখা করতে তামিলনাড়ুর মহাবালীপুরমে পৌঁছেছেন। এসময় তামিলনাড়ুর ঐতিহ্যবাহী পোশাকে হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দক্ষিণ ভারতের বিশেষ পোশাক ‘ভেস্টি’তে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। মহাবালীপুরমে এই অনানুষ্ঠানিক বৈঠকে চিনের রাষ্ট্রপতি শি জিনপিংও সাদা পোশাকে হাজির হয়েছিলেন। দক্ষিণ ভারতে ইংরেজদের প্ৰভাব কম ছিল বলে সেখানের মানুষ আজও ভারতীয় সংস্কৃতি বজায় রাখতে পেরেছে। মুঘল আক্রমন হোক বা ইংরেজের কু প্রভাব সবক্ষেত্রেই উত্তর ও উত্তর-পূর্ব ভারত বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। দিল্লীর অবস্থা এমন যে সেখানে একটাও ১০০ বছরের পুরনো মন্দির নেই। কিন্তু দক্ষিণ ভারত এখনও সংস্কৃতি দিক থেকে উন্নত।
মহাবালীপুরমকে অর্জুনের তাপোশালী বলে মনে করা হয়। এখানে অর্জুন তপস্যা করেছিলেন। প্রধানমন্ত্রী মোদী চীন রাষ্ট্রপতিকে সেই জায়গা সম্পর্কে জানান করেছিলেন যেখানে অর্জুন তপস্যা করেছিলেন। এছাড়াও শি জিনপিংকে শক্ত পাথর কেটে নির্মিত পঞ্চরথ ও শোর মন্দির ঘুরিয়ে দেখান প্রধানমন্ত্রী মোদী। চীনের রাষ্ট্রপতি ভারতে পৌঁছানোর আগে চীনা ভাষায় স্বাগত লিখে সন্মান জানান। প্রধানমন্ত্রী মোদী চীনা ভাষায় লিখেন ওয়েলকাম টু ইন্ডিয়া রাষ্ট্রপতি শি জিনপিং। জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ অপসারণের পর এটা চীনের রাষ্ট্রপতির প্রথম ভারত সফর। সেই হিসেবে এটি চীনের রাষ্ট্রপতির খুবই গুরুত্বপূর্ণ সফর।
জানিয়ে দি, আগামী দিনে এশিয়াকে উন্নত করতে হলে চীন ও ভারত দুই দেশকে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। আগামী দশকে পাশ্চাত্য সভ্যতার দাপট শেষ হয়ে আসছে। এবার সময় পূর্বের দেশগুলির, যার মধ্যে ভারত ও চীন অন্যতম। বিশেষজ্ঞদের মতে আগামী ২৫ বছরের মধ্যে পৃথিবীর আর্থিক বিন্যাস পরিবর্তন হবে। পাওয়ার সেন্টারগুলি আমেরিকা ব্রিটেন থেকে ভারত-চীনের দিকে আসতে শুরু হয়েছে। তাই দুই দেশের মধ্যে বিতর্ক কমিয়ে আগামী সময়ে কিভাবে এগিয়ে যাওয়া যায় সেই বিষয়ে আলোচনা করা উচিত।
উল্লেখ্য, এর আগে চীনের রাষ্ট্রপতি জিনপিং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে দেখা করেছিলেন। পাকিস্তান সরকার অনেক প্রচেষ্টা করেছিল ভারতে জিনপিং এর সফর বাতিল করার। কিন্তু শেষমেস সেখানে সফল হয়নি পাকিস্তান। চীনের রাষ্ট্রপতির ভারত সফর পাকিস্তানকে কোণঠাসা করতেও বেশ গুরুত্বপূর্ণ। চীনের রাষ্ট্রপতির এই সফরের ফলে পাকিস্তানের মনবল ভেঙে পড়বে তা নিয়ে কোনো সন্দেহ নেই।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2B5a7wA
Bengali News