-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

দেশভক্ত গৌতম গম্ভীর: শহীদ জওয়ানদের ১০০ জন ছেলে মেয়ের পড়াশোনার খরচ চালাবেন গম্ভীর।

- October 13, 2019

গৌতম গম্ভীর একজন ভাল ক্রিকেটার পাশাপাশি একজন ভাল মানুষ। সময়ে সময়ে, উনি দরিদ্র এবং যারা দেশের সেবা করে তাদের সহায়তা করার জন্য এগিয়ে এসেছেন। এবার উনি ১০০ টি বাচ্চার জন্য লেখার জন্য অর্থ ব্যয় করছেন গৌতম গম্ভীর। এই বাচ্চারা সকলেই দেশের জন্য বলিদান হওয়া শহীদ জওয়ানদের ছেলে মেয়ে। তিনি রবিবার টুইট করেছেন যে তাঁর গৌতম গম্ভীর ফাউন্ডেশন শহীদদের ১০০ শিশুকে দেখাশোনা করবে। এই কাজের জন্য উনি গর্বিত বলেও জানান।

এর আগেও আসামের শহীদ সিআরপিএফ জওয়ানের ছেলের লালন-পালনের পুরো ব্যয় গম্ভীর বহন করে ছিলেন। গম্ভীর আসামের শহীদ সিআরপিএফ জওয়ান দিবাকর দাসের পাঁচ বছরের ছেলে অভিরুন দাসের পড়াশোনা ও অন্যান্য ব্যয়ের দায়ভার নিয়েছিলেন। গত বছর দিবাকর দাস এক হামলায় বলিদান হয়েছিলেন। বাবার মৃত্যুর পরে অভিরুন দাস তাঁর গ্রামেই থাকতেন। গম্ভীর তার এনজিও গৌতম গম্ভীর ফাউন্ডেশনের অধীনে অভিরুনের পড়াশোনা এবং অন্যান্য ব্যয়ভার চালানো হয়।

আর এখন গৌতম গম্ভীর এর টিম ১০০ টি বাচ্চার দেখভাল ও তাদের পড়াশোনার দায়িত্ব গ্রহণ করেছে। এর আগেও গৌতম গম্ভীর ট্যাঙ্ক আক্রমণে শহীদ হওয়া সৈনিক আবদুল রশিদের কন্যার দেখাশোনা করেছিলেন। জানিয়ে দি, গৌতম গম্ভীর এমন একজন মানুষ যিনি সোশ্যাল মিডিয়ায় ভারতীয় সেনার হয়ে মুখ খুলতেন। অন্যান্য খেলোয়াড় বা বিশিষ্ট ব্যাক্তিরা সেনার হয়ে না বললেও গৌতম গম্ভীর সেনার হয়ে মত প্রকাশ করতেন। সেনাকে বহুবার অনেক বামপন্থী আক্রমন করতো যাদের পাল্টা জবাব দিয়েছেন গৌতম গম্ভীর। পাকিস্তানের তরফ থেকে আসা মতকেও কাউন্টার করতেন গৌতম গম্ভীর।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/35ozOWG
Bengali News
 

Start typing and press Enter to search