রোহিঙ্গা কেবল দেশের অভ্যন্তরীণ সুরক্ষার জন্যই হুমকিস্বরূপ নয়, দেশে বিদ্যমান সীমিত সম্পদ এর জন্যও একটি বড় হুমকি। এর উদাহরণ তেলঙ্গানায় দেখা যায় যেখানে রোহিঙ্গারা হায়দ্রাবাদের একটি গুরুত্বপূর্ণ হ্রদের জন্য বিপদ হিসাবে আত্মপ্রকাশ করেছে। হায়দরাবাদের চেরুভু হ্রদের তীরে রোহিঙ্গাদের দখল বাড়ছে এবং তা যদি শীঘ্রই বন্ধ না করা হয় তবে আগামি দিনে এই হ্রদের অস্তিত্বই হুমকির মুখে পড়বে। রোহিঙ্গারা লাগাতার তাদের জনসংখ্যার বিস্তার করছে।
প্রধানমন্ত্রী কার্যালয় তেলেঙ্গানা প্রশাসনকে চেরুভু হ্রদের তীরে রোহিঙ্গাদের বিস্তারকে নিয়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চেরুভু হ্রদের কিছুভাগ নেদারল্যান্ড সরকারকে দেওয়া হয়েছে বিকাশ কার্য করার জন্য। কিন্তু স্থানীয় সূত্রের দাবি এখন খুব শীঘ্রই ওই হ্রদের চারিদিকে রোহিঙ্গাদের কব্জা তৈরি হবে। কারণ রোহিঙ্গাদের বিস্তার দ্রুত গতিতে হচ্ছে। রোহিঙ্গা মুসলিমদের এই বিস্তারকে আটকানো না হলে, ঝিলের ভবিষ্যত সংকটে পড়বে।
হায়দ্রাবাদের বালাপুরে UNHCR দ্বারা রোহিঙ্গাদের জন্য দুটি শিবির করা হয়েছিল। যেখানে ৫০০০ রোহিঙ্গা মুসলিমদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। তবে এবার পরিস্থিতি অন্য রকম হচ্ছে। রোহিঙ্গাদের বংশ বিস্তার তীব্রগতিতে হচ্ছে এবং দেশের অন্য প্রান্ত থেকেও রোহিঙ্গারা এসে জমায়েত হচ্ছে। স্থানীয় রাজনীতিবিদরা এতে তাদের সহায়তা করছেন। বিষয়টি গুরুত্বের সাথে অনুধাবন করে এক ব্যাক্তি এই ইস্যুতে প্রধানমন্ত্রী কার্যালয়ে অভিযোগ করেছিলেন।
শ্রীকান্ত নামের এক ব্যাক্তি PMO এর কাছে রোহিঙ্গাদের সংখ্যা বৃদ্ধি নিয়ে অভিযোগ দায়ের করেছিলেন। উনি জানিয়েছেন কিভাবে ঝিলকে সংরক্ষণ না করে সেখানে রোহিঙ্গা মুসলিমদের জনসংখ্যা বিস্তার করা হচ্ছে। প্রসঙ্গত জানিয়ে দি, রোহিঙ্গা মুসলিম ও বাংলাদেশি মুসলিম ভারতের জন্য একটা বড়ো সমস্যা। এদের জন্য দেশে অপরাধমূলক ঘটনার বৃদ্ধি ও জনসংখ্যার বিন্যাসে পরিবর্তন দেখা যাচ্ছে। রাজনীতিবিদরা ভোটের লোভে রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলিমদের সাহায্যে করছে। ফলস্বরূপ দেশের ভবিষৎ বিপদে পড়ছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/30Mf1sG
Bengali News