-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

‘ওই ঘরে ঢুকে মারব, যেই ঘর থেকে আফজল বেরাবে”, ভাইরাল হচ্ছে মহিলা জওয়ানের জঙ্গি বিরোধী ভাষণ

- October 04, 2019

সেন্ট্রাল রিসার্ভ পুলিস ফোর্স (CRPF) এর এক মহিলা কনস্টেবল এর দেশ ভক্তি ভরা একটি ভাষণ আজকাল সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে। খুশবু চৌহান (khushbu chauhan) নামের এই মহিলা জওয়ান একটি অনুষ্ঠানে নিজের ভাষণের সময় জঙ্গি, দেশ বিরোধী স্লোগান দেওয়া মানুষ আর মানবাধিকারের দোহাই দেওয়া মানুষদের উপর জোরদার আক্রমণ করেন। উনি বলেন, ‘টুকড়ে টুকড়ে গ্যাং এর উপরেও আক্রমণ করেন। ওনার এই ভাষণ সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে।

ভাইরাল হওয়া খুশবু চৌহানের এই ভিডিও ২৭ সেপ্টেম্বরের। উনি সিআরপিএফ দ্বারা দিল্লীতে আয়োজিত একটি ডিবেট কম্পিটিশনে ভাষণ দিচ্ছিলেন। এই প্রতিযোগিতার বিষয় ছিল মানবাধিকার ব্যাবহার করে কি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা যাবে? আর এই নিয়ে খুশবু চৌহান যা বলেন, সেটা সবার মন জয় করে নেয়।

কনস্টেবল খুশবু চৌহান জোশের সাথে দেশভক্তি ভরা বয়ান দেন। নিজের ভাষণে সন্ত্রাসবাদকে যারা প্রশ্রয় দেয়, দেশবিরোধী স্লোগান যারা দেয়, আর যারা মানবাধিকারের দোহাই দিয়ে যারা জঙ্গিদের সমর্থন করে, খুশবু নিজের স্টাইলে তাঁদের আক্রমণ করেন। খুশবু কানাহইয়া কুমারকে আক্রমণ করে বলেন, ‘ওই দেশদ্রোহী বলেছিল তুমি কত আফজল মারবে? প্রতিটি ঘর থেকে আফজল বেরাবে। আমি ভারতের মেয়ে আর আমার ভারতীয় সেনার তরফ থেকে আজকে এই ঘোষণা করছি যে, যেই ঘর থেকে আফজল বেরাবে, সেখানে ঢুকে মারব।”

খুশবু বলেন, মানবাধিকারের তলে কোন জওয়ানদের যুদ্ধের ময়দানে ছেড়ে দেওয়া বীরতার কাজ না। সেটা একটা আত্মহত্যা। যেটা সেনার হাত বেঁধে দেয়, সেই মানবাধিকার পালন করা সম্ভব নয়। উনি বলেন, আজ সত্যনিষ্ঠার পথে চলা জওয়ান জঙ্গি আর পাথরবাজদের থেকে ভয় পাচ্ছে। কারণ সে জানে ওর রাইফেল থেকে বেরানো গুলি যদি কারোর গায়ে লাগে, তাহলে তাঁর চাকরি চলে যাবে।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2OlI1Vw
Bengali News
 

Start typing and press Enter to search