-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

দেশ জুড়ে আর্থিক মন্দা চলার পরেও, ৩০ টন সোনা বিক্রি হল ধনতেরাস উপলক্ষে

- October 26, 2019

নয়া দিল্লীঃ বিশ্বজুড়ে চলছে আর্থিক মন্দা, বাদ যায়নি ভারতও। কিন্তু এই ধনতেরাসে ভারতে আর্থিক মন্দার প্রভাব প্রায় দেখা গেলনা বললেই চলে। ধনতেরাসে ভারতীয়রা খুব উৎসাহিত হয়েই সোনা কিনেছেন। ধনতেরাসে হিন্দু মান্যতা অনুযায়ী, সোনার গহনা আর দামি ধাতু কেনার পরম্পরা রয়েছে। আর এই ধনতেরাসে ভারতে প্রায় ৩০ টন সোনা বিক্রি হয়েছে। যেটা আশার থেকে অনেক বেশি।

India Bullion And Jewellers Association এর রাষ্ট্রীয় সচিব সুরেন্দ্র মেহতা এই তথ্য দিয়েছেন। বিগত বছর গুলোতে ধনতেরাসে ভারতে প্রায় ৪০ টন সোনা বিক্রি হত, কিন্তু এই বছর আর্থিক মন্দা আর সোনার দাম চরা হওয়ার কারণে আশা ছিল ২০ টনের মতো সোনা বিক্রি হবে। কিন্তু এই বছর আশার থেকে বেশি বিক্রি হয়েছে সোনা।

গত বছরের তুলনায় এই বছর সোনার দাম ৭ হাজার টাকা প্রতি দশ গ্রাম বেশি। সোনার দাম বাড়ার কারণে বিক্রিবাট্টা কিছুটা কম। সুরেন্দ্র মেহতা বলেন, কিছুদিন আগে এত বিক্রি হওয়ার অনুমান ছিলনা। কারণ বাজারে সোনার দাম বেশি থাকার কারণে ডিমান্ড অনেক কমে যায়। সুরেন্দ্র মেহতা আইএএনএস এর সাথে কথা বলার সম্য বলেন, ‘আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেশি হওয়াতে আর ভারতে দামি ধাতুর আমদানির শুল্ক বাড়ার কারণে সোনার দাম এই বছর বেশি।”

সুরেন্দ্র মেহতা আরও বলেন,  ‘এছাড়াও আর্থিক মন্দার কারণে মানুষের কাছে নকদ রাশির অভাব। আর এই কারণে উৎসবের মরশুমে সোনার ডিমান্ড অনেক কম। কিন্তু বিগত তিন চার দিনে যেভাবে সোনার বিক্রি বেড়ে যায় সেটা কেউ আশা করেছিল না। আর এই ধনতেরাসে প্রায় ৩০ টন সোনা বিক্রি হয় সোনা।”



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2p66WCx
Bengali News
 

Start typing and press Enter to search