
জম্মু কাশ্মীরের কিশতওয়ারায় ভারতীয় জনতা পার্টি (BJP) আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) দুই নেতার হত্যা সমেত চারটি জঙ্গি কার্যকলাপে যুক্ত হিজবুল মুজাহিদ্দিন (Hizbul Mujahideen) এর তিন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার এই তথ্য দেয় জম্মু কাশ্মীর পুলিশ। জম্মু কাশ্মীর পুলিশের মহানির্দেশক মুকেশ সিং সোমবার বলেন, গত বছর নভেম্বর থেকে এই বছরের সেপ্টেম্বর পর্যন্ত চারটি জঙ্গি কার্যকলাপের সাথে যুক্ত হিজবুল মুজাহিদ্দিন এর তিন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। উনি বলেন, ধৃত জঙ্গিদের পরিচয় বের করা হয়েছে, তাঁদের নাম যথাক্রমে আহমেদ শেখ, নিশাদ আহমেদ আর আজাদ হুসেইন। তিনজনই কিশতওয়ারার বাসিন্দা বলে জানায় পুলিশ।
আধিকারিকরা জানান, ২০১৭ থেকে ২০১৮ পর্যন্ত চিনাও ঘাঁটিতে সন্ত্রাসবাদকে পুনঃজীবিত করার মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠনের জঙ্গিদের গ্রেফতার করার চেষ্টা চলছে। উনি বলেন, বিগত এক বছরে কিশতওয়ারায় চারটি সন্ত্রাসী হামলা হয়েছিল, এই ঘটনা গুলো সিআরপিএফ, আর্মি, এনআইএ এর সাহায্য নিয়ে নিষ্পত্তি করার চেষ্টা করা হয়েছিল।
আপনাদের জানিয়ে রাখি, এই বছরের এপ্রিল মাসে জম্মু কাশ্মীরের কিশতওয়ারায় আরএসএস নেতা চন্দ্রকান্ত শর্মা আর ওনার সুরক্ষা কর্মীকে গুলি মেরে হত্যা করা হয়েছিল। পুলিশের অনুযায়ী, হাতিয়ার নিয়ে হামলাকারীরা জেলা হাসপাতালের বাইরে ওনাকে গুলি করেছিল। এই ঘটনায় আরএসএস নেতার সুরক্ষা কর্মীর ঘটনাস্থলেই মৃত্যু হয়, আর আরএসএস নেতা চন্দ্রকান্ত শর্মাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছিল, যেখানে চিকিৎসার সময় ওনার মৃত্যু হয়।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2kPSmNn
Bengali News