উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দেশের জন্য বলিদান হওয়া জওয়ান বিনোদ কুমারের স্ত্রীর জন্য ২০ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছেন। একই সাথে বলিদানি জওয়ান বিনোদ কুমারের মা বাবাকে ৫ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছেন। উনার পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণাও করেছেন। মুখ্যমন্ত্রী শহীদ বিনোদ কুমারকে শ্রদ্ধা জানাতে তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, দেশের এই সপুত্র এর বলিদান ব্যার্থ যাবে না। বলিদানি জওয়ানকে শ্রদ্ধাঞ্জলি জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা করেন।
জম্মু-কাশ্মীরের রাজৌরিতে নিযুক্ত থাকা বিনোদ কুমার মোজাফফরনগরের বাসিন্দা। বুধবার রাতে আতঙ্কবাদীদের সাথে এক লড়াইতে দেশ রক্ষার্থে উনি নিজের বলিদান দেন। বিএসএফ থেকে যখন উনার পরিবারের কাছে খবর পৌঁছায় তখন পরিবারের লোকজন একেবারে ভেঙে পড়ে। মোজাফফরনগরের ভোরাকালান থানা এলাকার মোহাম্মদপুর মডার্ন গ্রামের লোকজন জড়ো হয় বলিদান জওয়ানকে শ্রদ্ধা জানানোর জন্য। ।
শুক্রবার সকালে জওয়ানদের দেহ বাড়িতে পৌঁছায় তখন বিশাল সংখ্যায় লোকজড়ো হয় শ্রদ্ধা জানানোর জন্য। বিনোদ কুমার ২০১৩ সালে BSF এ ভর্তি হয়েছিলেন। উনার পোস্টিং পাঞ্জাবের গুরুদাসপুরে পড়েছিল। জম্মু-কাশ্মীর থেকে ধারা ৩৭০ উঠে যাওয়ার পর উনার ব্যাটালিয়ন এর পোস্টিং জম্মু-কাশ্মীরে দেওয়া হয়। শহীদের বাবা প্রেম কুমার হরিয়ানায় কাপড়ের ব্যাবসা করেন। বিনোদ কুমারের দুই ভাই পঙ্কজ এবং সঞ্জীব বিবাহিত।
বড় দুই বোনও বিবাহিত। বিনোদ কুমার ছিলেন সর্বকনিষ্ঠ। তার পরিবার জানিয়েছে যে তিনি ২০ জুন ছুটিতে এসেছিলেন এবং ৪ জুলাই ডিউটিতে যান। বিনোদ কুমার খুবই সাহসী জওয়ান ছিলেন বলে জানিয়েছেন উনার সাথীরা। দেশ রক্ষা করতে গিয়ে উনার বলিদানের জন্য শোক প্রকাশ করেছেন বিনোদ কুমারের সাথী ও বাকি সেনা জওয়ানরা। উনার গ্রামের লোকজন এবং আশেপাশের এলাকার লোকজন পতাকা হাতে নিয়ে হাজির হয় বলিদানি জওয়ানের বলিদানকে শ্রদ্ধা জানাতে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2nKX8fV
Bengali News