বিশ্বের সব দেশেই আবার যেন যুদ্ধের পরিস্থিতি ছড়িয়ে পড়ছে। বেশিরভাগ দেশের সামনে কিছু ইসলামী দেশ মুখোমুখি হয়ে পড়ছে। একদিকে ভারতের সাথে বার বার যুদ্ধবিরতি উলঙ্ঘন পাকিস্তান যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করে চলেছে। অন্যদিকে সৌদি আরব ইয়েমেনকে আক্রমণ করে। যদি আফগানিস্তানে তালেবান এবং আমেরিকান কর্মকর্তাদের মধ্যে আলোচনা ব্যর্থ হয়, তবে তুরস্ক এবং রাশিয়া ইত্যাদি সিরিয়ায় যুদ্ধরত দেখা যায়। একই সময়ে, একটি নতুন ফ্রন্ট খোলার শুরু হয়েছে।
জানিয়ে দি, ইজরায়েল একমাত্র দেশ যা আতঙ্কবাদের বিরুদ্ধে ও ইসলামিক দেশের বিরুদ্ধে সবথেকে কট্টরতার সাথে লড়াই করে। ফিলিস্তিনের বাধা সত্ত্বেও ইজরায়েল বিতর্কিত স্থানে নিজের দূতাবাস চালু করেছে। ইজরায়েলের দৃঢ়তা দেখে আমেরিকাও ইজরায়েলকে সমর্থন করেছে। ফিলিস্তিনকে নিয়ন্ত্রণ করার পর এবার আরো এক মুসলিম দেশের মুখোমুখি হয়েছে ইজরায়েল। ইসলামিক দেশ লেবনানের বিরুদ্ধে ইজরায়েল মোর্চা খুলে দিয়েছে।
.@jregevi24news on the Israel-Lebanon border, showing the remnants from yesterday's exchange of fire with #Hezbollah:
https://t.co/5YrCHnJCrC pic.twitter.com/PIwXn9GnFf
— i24NEWS English (@i24NEWS_EN) September 2, 2019
লেবানন ভয়ঙ্কর সন্ত্রাসী গোষ্ঠী হিজবুল্লাহর সংরক্ষক হিসেবে বিবেচিত হয়। ইজরায়েল লেবাননের সীমান্তে সেনা বৃদ্ধি করেছে এবং এর যুদ্ধবিমানও লেবাননের দিকে ঝুঁকিয়ে রেখেছে। ইজরায়েল নির্ণায়ক যুদ্ধের মুডে চলে এসেছে। সম্প্রতি লেবাননে ড্রোন হামলা চালিয়েছে ইজরায়েল। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইস্রায়েলি সামরিক বাহিনী গত সপ্তাহে বলেছিল তাঁর “স্থল বাহিনী, বিমান, নৌ ও গোয়েন্দা বাহিনী নর্দান কমান্ড অঞ্চলে বিভিন্ন পরিস্থিতিতে তাদের প্রস্তুতি উন্নত করেছে।” ইজরায়েলের একশন মুড দেখে লেবানন রীতিমত ঘাবড়ে গেছে। কারণ ইজরায়েল সেই দেশ যা মাত্র ৬ দিন ১৩ টি মুসলিম দেশকে একসাথে হারিয়ে ছিল।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/34kFyjV
Bengali News