
পাকিস্তানকে হিন্দু শুন্য করার যে জিহাদ শুরু হয়েছে তা এখনও অব্যাহত। পাকিস্তানের উন্মাদী কট্টরপন্থীরা আবারও মেরে ফেলল এক হিন্দু যুবতীকে। পাকিস্তানের লারকানায় একজন হিন্দু শিক্ষার্থীকে মেরে ফেলা হয়েছে। এই শিক্ষার্থীর নাম নম্রিতা চন্দানী যিনি মেডিকেল পড়ছিলেন। নমরতার লাশ লারকানার বিবি আসিফা ডেন্টাল কলেজের তার হোস্টেলের ঘরে ছাত্রীর মৃতদেহ পাওয়া গেছে। ডেন্টাল কলেজের শেষবর্ষের শিক্ষার্থীর মৃত্যুর বিষয়ে পুলিশ বলেছে যে আত্মহত্যা বা হত্যা তা কিছু বলা যাচ্ছে না।
তবে এই পুরো ঘটনাটি জোরপূর্বক ধর্মান্তরকরণ এবং সংখ্যালঘু নির্যাতনের ঘটনার সাথে সম্পর্কিত বলে জানা গেছে। শুধু তাই নয়, নমরিতার দাদা ডাঃ বিশাল সুন্দরও এটাকে সংখ্যালঘু নিপীড়নের ঘটনা বলেছেন। তিনি বলেছিলেন, ‘তাঁর শরীরে অনেক জায়গায় ঘা রয়েছে। দেখে মনে হচ্ছে কেউ তাকে ধরে রেখেছে। নম্রিতার দাদা বলেন, এটা একটা হত্যার ঘটনা। আমরা সংখ্যালঘু এবং আমাদের সহায়তার জন্য সবাই পাশে দাঁড়ান। ভিডিও দেখুন নীচে-
Yet another killing of a minority in Pakistan's Sindh due to forced conversion pressure? Namrita Chandani, who belonged to Mirpur Mathelo, a taluka of Ghotki, was found lying on a charpoy with a rope tied to her neck while her room was locked from inside. Her brother speaks out. pic.twitter.com/OciA11wIca
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) September 17, 2019
নমরিতা সিন্ধুর ঘোটকি জেলার বাসিন্দা ছিলেন। সম্প্রতি এই জেলায় হিন্দু মন্দির ভাঙার ঘটনা প্রকাশ পেয়েছিল। সোমবার দিন নম্রিতার যখন হোস্টেলে পড়াশোনা করছিল তখন হটাৎ দেখা যায় যে তার দরজা বন্ধ। অনেক্ষন অপেক্ষার পর গার্ড দেখলে গেলে দেখা যায় যে নম্রিতার লাশ পড়ে আছে এবং তার গলায় একটা দড়ি ফাঁসি দেওয়া রয়েছে। তবে আত্মহত্যা করলে দড়ির ফাঁস একরকম হয় এবং হত্যা হলে ফাঁস অন্যরকম হয়। ফাঁস দেখে এটাকে হত্যা বলেই মনে করা হচ্ছে।
This video of Nimrita Kumari a final year student at Chandka Medical College, Larkana found dead in her hostel will bring you to tears
A suspected foul play, Why PM Imran Khan fails to ensure safety to Hindu minorities in Pakistan?
#JusticeForNimrita pic.twitter.com/qiJCLQr6S8— Geetika Swami (@SwamiGeetika) September 17, 2019
ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিবাদ দেখা যাচ্ছে। তবে যেহেতু এটা পাকিস্তান তাই হিন্দু সমাজ ন্যায় পাবে না এটা নিশ্চিত। পাকিস্তান সরকার কিছু আশ্বাস দিয়ে মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে। প্রসঙ্গত জানিয়ে দি, কিছুদিন আগে পশ্চিমবঙ্গেও হিন্দু অত্যাচারের একটা ঘটনা সামনে এসেছিল। যেখানে জবা রায় নামের এক যুবতীকে মহম্মদ পিন্টু নামের এক পিন্টু ও সাথীরা ধর্ষণ করে হত্যা করেছিল। ঘটনা ছিল উত্তরবঙ্গের গঙ্গারামপুরের। যদিও সেই ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গের সব বুদ্ধিজীবী মুখে কুলুপ এঁটেছিল।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2Qwr8uf
Bengali News