
কয়েকদিন ধরে ভাষা নিয়ে বিতর্ক চলার পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরো এক বড়ো মন্তব্য করেছেন। আসলে হিন্দি ভাষা দিবসে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন হিন্দি ভাষার সম্প্রসার করতে। অমিত শাহ বলেছিলেন যে, এবার সময় এসে গেছে বিদেশি ভাষাকে দেশ থেকে দূর করতে। যাতে পুরো দেশ হিন্দি ভাষা জানতে পারে এবং দেশের যোগাযোগ মাধ্যমে সুবিধা হয়।
হিন্দি ভাষা নিয়ে সরকারের উদেশ্য:
এর ইঙ্গিত ছিল ইংরাজি ভাষা, যা ইংরেজরা আসার পর ভারতে এসেছিল সেটাকে দূর করা। জানিয়ে দি, ভারতের স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশ চোর ডাকাত তথা ইংরেজদের তাড়িয়ে দেশকে স্বাধীন করলেও। তাদের ভাষার গোলামী থেকে আমরা মুক্ত হতে পারিনি। আর ভাষার গোলামীর জন্য ভারতীয়রা ব্রিটিশদের সংস্কৃতিরও গোলামী ও অনুকরণ শুরু করেছে। যা ভারত দেশের জন্য একটা বড়ো সমস্যা।
ভারতে বহু ভাষা রয়েছে আর প্রত্যেকটি ভাষায় সংস্কৃতি থেকে উৎপন্ন। ভাষাগুলি প্রাচীন ঋষি মুনিদের দ্বারা তৈরি, তাই বৈজ্ঞানিক দিক থেকেও উন্নত। কিন্তু ইংরাজি ভাষা সবথেকে নিকৃষ্ট মানের ভাষা।ব্যাকরণগত ভাবেই ভারতীয় যেকোনো ভাষার তুলনায় ইংরাজি ভাষা অনেক পিছিয়ে। যেটা এখন ভারতের সর্বত্র ছড়িয়ে পড়েছে। তাই সরকার ইংরাজির জায়গায় ভারতের সর্বত্র যোগাযোগ মাধ্যম হিসেবে হিন্দির প্রচার করতে চেয়েছে। অমিত শাহ সেই ইঙ্গিত দিয়েছিলেন। বিশ্বের কাছে ভারতের একটা বিশেষ ভাষার পরিচয় দিতেও একটা বিশেষ ভাষার প্রয়োজন অনুভব হচ্ছে। যাতে পুরো দেশকে এক ছাতার তলায় নিয়ে এসে দেশের ভাষা হিসেবে প্রকাশ করা যায়। চীন সহ বিশ্বের বহু দেশ এপথে কাজ করছে।
বিরোধীদের দাবি:
কিন্তু এটা নিয়ে রাজনীতি চরম পর্যায়ে পৌঁছে যায়। অনেকে দাবি করে যে, অ-হিন্দিভাষীদের উপর হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। অনেকে মনে করছেন যে হিন্দি ভাষাকে গুরুত্ব দিলে রাজ্যের নিজ নিজ ভাষাগুলি গুরুত্ব হারাবে।
অমিত শাহের নতুন বিবৃতি:
এখন সেই প্রসঙ্গে বিবৃতি দিয়েছেন অমিত শাহ। অমিত শাহ বলেছেন, “আমি কখনোই হিন্দি চাপিয়ে দেওয়ার কথা বলিনি। মাতৃভাষার পর দ্বিতীয় ভাষা হিসেবে শেখার কথা বলেছি। আমি নিজেও একটা অ-হিন্দিভাষী রাজ্য থেকে, তথা গুজরাট থেকে আসি। তাই যদি এটাকে নিয়ে কেউ রাজনীতি করতে চাই তবে সেটা তার ব্যাপার। ” প্রসঙ্গত জানিয়ে দি, ভাষা নিয়ে বহু বিতর্কিত মন্তব্য দেশের নানা প্রান্ত সামনে আসার পর অমিত শাহ এই মন্তব্য করেছেন। অবশ্য ভাষা নিয়ে দেশের মধ্যে দ্বন্দ হওয়া খুবই অনুচিত। কারণ যে ভাষার মধ্যে দ্বন্দ দেখা যাচ্ছে তার প্রত্যেকটি দেশীর ভাষা। অন্যদিকে বিদেশী ভাষা ইংরাজি নিজের আধিপত্য বাড়িয়ে চলেছে।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2IeJXeF
Bengali News