শনিবার বিকেলে পাকিস্তানের বেলুচিস্তানে জোরদার ধামাকা হয়। এই ধামাকায় জামাত উলেমা এ ইসলাম ফজল এর নেতা মৌলানা মোহম্মদ হানিফ সমেত তিন জনের মৃত্যু হয়েছে, আর সাতজন আহত হয়েছে। এই ধামাকা আবদুল্লাহ জেলার চমনে হয়। এই এলাকা আফগানিস্তান বর্ডারের পাশেই। এই ধামাকার কারণে আশেপাশে থাকা গাড়ির কাঁচ ভেঙে যায়, আর পাশের বিল্ডিংও কেঁপে ওঠে।
আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো অয়েছে। সেখানে তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে শোনা যাচ্ছে। পাক মিডিয়া অনুযায়ী, এই ধামাকায় জামাত উলেমা এ ইসলাম ফজল এর নেতা মৌলানা মোহম্মদ হানিফ সমেত তিন জনের মৃত্যু হয়েছে, আর সাতজন আহত হয়েছে। মৌলানা হানিফকে কোয়েটা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানে চিকিৎসকেরা ওনাকে মৃত বলে ঘোষণা করে।
3 people, including local leader of #JUIF, Maulana Muhammad Haneef, martyr & 15 others injured in #ChamanBlast https://t.co/RXn31uzjNg
— Radio Pakistan (@RadioPakistan) September 28, 2019
পাক পুলিশ জানায়, এই ধামাকার কারণে অনেক গাড়ির কাঁচ ভেঙে গেছে আর একটি গাড়িতে আগুন লেগে গেছে। আহতদের সোল এর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানায় মৌলানা হানিফ এর অফিসের বাইরে এক বাইক দাঁড়িয়ে ছিল, মৌলানা অফিস থেকে বেরোতেই ওই বাইকে জোরদার ধামাকা হয়।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2nq4JR8
Bengali News