-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

আমি মোদীকে বলেছিলাম চলুন একসাথে কাজ করি, মোদী উল্টে আমাদের উপর বোমা ফেলে দিয়েছে: ইমরান খান।

- September 28, 2019

এক কালো পিঁপড়ে নতুন তৈরি পিচের রাস্তার উপর হাটছিল। হাটতে হাটতে তার মনে হলো যে তার দেহের কালো রং এর জন্যেই রাস্তাটি কালো হচ্ছে। তাই পিঁপড়েটি নিজেকে রাস্তার মালিক মনে করে শুয়ে পড়লো। কিন্তু রাস্তার এক চৌকিদার ছিল। চৌকিদারের একটা থুতুতে পিঁপড়ে ভেসে গেল। এখন এই পিঁপড়ের মতো অবস্থা পাকিস্তানের হয়েছে। পাকিস্তান বহু ভুল ধারনা মনের মধ্যে জমা করে বসে ছিল। পাকিস্তান মনে করতো যে তার মিথ্যা কথার উপর কেন্দ্র করেই আন্তর্জাতিক কূটনৈতিক চলে। কিন্তু এখন জাতিসংঘ এ পাকিস্তানের যা অবস্থা হয়েছে তা দেখবার মতো।

আসলে এখন আন্তর্জাতিক মঞ্চে ভারত ও পাকিস্তানের ইস্যু একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী মোদী জাতিসংঘে ভাষণ দিতে গিয়ে কাশ্মীর বা পাকিস্তানের নাম পর্যন্ত উচ্চারণ করেননি। নরেন্দ্র মোদী জাতিসংঘে “বুদ্ধম শরনাম গচ্ছামি” করতে শুরু করে দেন। যা প্রমাণ করে যে নরেন্দ্র মোদী একজন বুদ্ধিমান কূটনীতিবিদ। মোদী কাশ্মীর, পাকিস্তানের বিষয়ে কিছু না বলে প্লাস্টিক, পরিবেশ দূষণ ইত্যাদি নিয়ে ভাষণ দেন। একই সাথে নরেন্দ্র মোদী বলেন ভারত এমন এক দেশ যা বিশ্বকে বুদ্ধ দেয়, যুদ্ধ নয়।

তবে ইমরান খান তার ভাষণে মোদী, ভারত,RSS, জাতীয়তাবাদ ইত্যাদি নিয়ে কথা বলতে শুরু করেন। ইমরান বলেন, আমি ভারতের প্রধানমন্ত্রীকে বলেছিলাম চলুন আমরা একসাথে কাজ করি। কিন্তু মোদী উল্টে আমাদের উপর বোমা ব্লাস্ট করে দেয়। যদিও ইমরান খান এর আগে বলেছিলেন যে মোদী আমার ফোন ধরে না। তাহলে প্রশ্নঃ উঠছে যে, কিভাবে ইমরান খান মোদীকে একসাথে কাজ করার আমন্ত্রণ করেছিল। জাতিসংঘে ইমরান খান বলেন আমাদের কাছে উপায় না থাকলে যুদ্ধ ছাড়া উপায় নেই কারণ আমরা জানি লা ইলাহা ইল্লালা- একজনই আল্লাহ আছে।

জাতিসংঘে যেভাবে ভারত কূটনৈতিক খেলা দেখায় তা থেকে স্পষ্ট যে ভারত এখন বিশ্বমঞ্চে এক নতুন উচ্চতায় পৌঁছে গেছে। জানিয়ে দি, তুর্কী একমাত্র দেশ যারা কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সমর্থন করছিল। তাই মোদী তুর্কীর কট্টর শত্রু সাইপ্রাস এর রাষ্ট্রপতির সাথে কথা বলেন এবং উনাকে আশ্বাস দেন যে সাইপ্রাস এর অখণ্ডতা বজায় রাখতে ভারত সাহায্য করবে। তুর্কীর আরো এক শত্রুদেশ আর্মেনিয়ার রাষ্ট্রপতির সাথেও প্রধানমন্ত্রী মোদী আলোচনা করে। অর্থাৎ ইঙ্গিত স্পষ্ট যে ভারতের বিরোধীতাকারীদের শিক্ষা দেওয়ার জন্য ভারত পদক্ষেপ নিতে শুরু করে দিয়েছে।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2o9W59w
Bengali News
 

Start typing and press Enter to search