অখন্ড ভারতের নির্মাতা পন্ডিত চাণক্য বলতেন শত্রু সবসময় উস্কানি দেয়। কিন্তু উস্কানির উপর ওই মুহুর্তে পতিক্রয়া দেওয়া উচিত নয়। শত্রুর সমস্থ দিক জেনে তারপর সঠিক সময় বুঝে আক্রমন করা উচিত। আর জাতি সংঘে ঠিক এটাই করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসলে জাতি সংঘে তুরস্ক কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সমর্থন করেছে। কিন্তু প্রধানমন্ত্রী মোদী তার ভাষণে কোনোভাবেই তুরস্কে আক্রমন করেননি। প্রধানমন্ত্রী মোদী জাতিসংঘে “বুদ্ধম শরনাম গচ্ছামি” করতে শুরু করে দেন। যা প্রমাণ করে যে নরেন্দ্র মোদী একজন বুদ্ধিমান কূটনীতিবিদ। মোদী কাশ্মীর, পাকিস্তানের বিষয়ে কিছু না বলে প্লাস্টিক, পরিবেশ দূষণ ইত্যাদি নিয়ে ভাষণ দেন। একই সাথে নরেন্দ্র মোদী বলেন ভারত এমন এক দেশ যা বিশ্বকে বুদ্ধ দেয়, যুদ্ধ নয়।
কিন্তু এরপর প্রধানমন্ত্রী মোদী যা করেন সেটা দেখার মতো ছিল। প্রথমত জানিয়ে দি ইমরান খান ভাষণ দিতে এসে মোদী, RSS, ভারত ইত্যাদি নিয়ে মরাকান্না শুরু করে দেন। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী আগামী ভবিষ্যতের নানা সমস্যা নিয়ে আলোচনা করে। এরপর প্রধানমন্ত্রী মোদী তুরস্ককে শিক্ষা দেওয়ার কাজ শুরু করে দেন। প্রধানমন্ত্রী মোদী তুরস্কের তিনটি শত্রু দেশের রাষ্ট্রপতির সাথে কথা বলেন। মোদী তুর্কীর কট্টর শত্রু সাইপ্রাস এর রাষ্ট্রপতির সাথে কথা বলেন এবং উনাকে আশ্বাস দেন যে সাইপ্রাস এর অখণ্ডতা বজায় রাখতে ভারত সাহায্য করবে।
জানিয়ে দি, তুরস্ক সাইপ্রাস এর উত্তর এলাকা অবৈধভাবে দখল করে রেখেছে। পুরো বিশ্ব সাইপ্রাসের উত্তরভাগকে সাইপ্রাস হিসেবে মান্যতা দিলেও তুরস্ক সেটা দেয় না। একইভাবে তুরস্কের আরো একটা বড়ো শত্রুদেশ হলো গ্রীস । প্রধানমন্ত্রী মোদী গ্রিসের প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন। গ্রীসের সাথে তুরস্কের সম্পর্ক অনেক সময় থেকে খারাপ চলছে। ১৯৯৬ সাল থেকে তুরস্ক ও গ্রীস অনেকবার যুদ্ধ পরিস্থিতি পর্যন্ত চলে এসেছিল।
একইসাথে প্রধানমন্ত্রী মোদী আর্মেনিয়ার রাষ্ট্রপতির সাথে দেখা করেন। ১৯১৫ সালে তুর্কি বহু আর্মেনিয়াবাসীর হত্যা করেছিল। সেই নিয়ে তুর্কীর সাথে আর্মেনিয়ার বিরোধ এখনও চলে। তাই প্রধানমন্ত্রী মোদী তুরস্কের ৩ টি কট্টর শত্রু দেশের সাথে সম্পর্ক মজবুত করে নেওয়ার পরিকল্পনা করেছে। প্রধানমন্ত্রী মোদী তিনটি দেশকেই সহায়তা করার আশ্বাস দিয়েছেন। আগামী সময়ে তুরস্ককে যে মহাবিপদে পড়তে হতে পারে, এর আশঙ্কা দেখা যাচ্ছে। তুরস্ক এটা কল্পনাও করতে পারেনি যে, মোদীর চক্রব্যূহে তুরস্ক ফাঁসতে চলেছে। বিশেষজ্ঞদের মতে পাকিস্তানকে সমর্থন জোগাতে গিয়ে চরম সংকটে পড়বে ভারত।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2m2uIO9
Bengali News