-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

তৈরি করেছি প্রাইভেট আর্মি, দেশের ভেতরের শত্রুদের দেশের বাইরে ছুঁড়ে ফেলা হবে: রাজা সিং।

- September 20, 2019

তেলেঙ্গানায় বিজেপির একমাত্র বিধায়ক টাইগার রাজা সিং তার সাহসিক কাজ এবং মন্তব্যের জন্য মিডিয়ার শিরোনামে থাকেন। রাজা সিং বিজেপির নেতা কম, হিন্দুত্ববাদী নেতা হিসেবে বেশি পরিচিত। যার জন্য উনার সমর্থকদের সংখ্যাও অন্য নেতাদের তুলনায় বেশি। গো-রক্ষা থেকে শুরু করে গো-পাচার আটকানো, মন্দিরের সংরক্ষণ ইত্যাদি নানা কাজে টাইগার রাজা সিং সক্রিয় হয়ে কাজ করেন। দেশবিরোধী শক্তির বিরুদ্ধে সবথেকে মুখর হিসেবে প্রথম সারিতে থাকেন টাইগার রাজা সিং। হায়দ্রাবাদের আসাউদ্দিন ওয়েসীকে জবাব দিতেও সবথেকে প্রথমে রাজা সিং এগিয়ে আসেন। রাজা সিং এখন এলটা বড়ো মন্তব্য করেছেন যে নিয়ে আলোচনা তীব্র হচ্ছে।

আসলে রাজা সিং নিজের প্রাইভেট আর্মি গঠন করার কথা বলেছেন। দেশবিরোধীদের দেশ থেকে বহিষ্কার করার জন্য রাজা সিং এই প্রাইভেট আর্মি গঠন করবেন বলে জানিয়েছেন। বুধবার দিন রাজা সিং এই ঘোষণা করেন। রাজা সিং বলেন, আমি রাষ্ট্রবাদী যুবকদের নিয়ে একতা প্রাইভেট আর্মি গঠন করছি যা দেশ বিরোধীদের দেশ থেকে তাড়াবে। যারা দেশের অভ্যন্তরে থেকে দেশের বিরুদ্ধে কথা বলে তাদের দমনের জন্য রাজা সিং প্রাইভেট আর্মি গঠন করবেন বলে জানিয়েছেন।

গোসামহল আসন থেকে বিধায়ক টাইগার রাজা সিং দুটি আলাদা আলাদা ভিডিও তৈরি করেছেন। একটা হিন্দিতে এবং অপরটি তেলেগুতে। দুটিতেই উনি খোলাখুলি বলেছেন যে উনার প্রাইভেট আর্মি দেশ বিরোধী শক্তির সাথে লড়াই করবে। একই সাথে দেশদ্রোহীদের দেশ থেকে বের করবে। রাজা সিং বলেন, যদি প্রয়োজন হয় তবে দেশদ্রোহীদের জাহান্নামে পাঠানো হবে। রাজা সিং ১০ দিনের জন্য ব্যাঙ্গালুরুতে ট্রেনিং ক্যাম্প চালাচ্ছিলেন। সেখানে উনি প্রাইভেট আর্মি তৈরির কাজ করছিলেন। হিন্দুরাষ্ট্র ও ধর্মের সুরক্ষার জন্য রাজা সিং টেনিং ক্যাম্পে ছিলেন বলে জানিয়েছেন।

রাজা সিং বলেন, “আমরা হিন্দুরাষ্ট্র করার উপর জোর দিয়েছি। আর এর জন্য আমাদের একটা সেনার প্রয়োজন হবে। ৬ মাস আগে আমরা একটা ক্যাম্প এর স্থাপন করেছি। সেখানে এ নিয়ে চর্চা জোর কদমে চলছে। আমাদের উদেশ্য প্রাইভেট আর্মি গঠন করা সেখানে যুবা হিন্দুত্ববাদী দেশভক্তদের জুড়ে দেওয়া।” রাজা সিং আরো বলেন, সকলকে শপদ গ্রহনের পর ক্যাম্পে সামিল করানো হয়। দেশের বাইরের শত্রুর সাথে লড়াই করার জন্য ভারতীয় সেনা কাজ করে। সেইভাবে দেশের ভেতরের শত্রুদের সাথে লড়াই করতে আমরা সেনা নির্মাণ করছি।

প্রসঙ্গত স্মরণ করিয়ে দি, রাজা সিং কিছু দিন আগেই বলেছিলেন, যদি দেশের হিন্দুরা ঠিক করে নেয় যে ভারত হিন্দুরাষ্ট্র হবে তাহলে কেউ আটকাতে পারবে না। রাজা সিং কড়া ভাষায় আক্রমন করে ওয়েসীর বাপ এলেও আটকাতে পারবে না। রাজা সিং বলেন আমি মনে করি যদি ৫০ এর বেশি মুসলিম দেশ হতে পারে, শতাধিক খ্রিস্টান দেশ হতে পারে তাহলে একটা হিন্দু দেশ হতে অসুবিধা কোথায়। ভারত দেশের হিন্দুরা চাইলে ২০২৩ অবধি ভারত হিন্দুরাষ্ট্র হবে।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2NtDr7V
Bengali News
 

Start typing and press Enter to search