-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

মারক ক্ষমতা সম্পন্ন ‘অস্ত্র মিসাইল” এর সফল পরীক্ষণ করল ভারত, ৭০ কিমি দূরে থাকা শত্রুকে নিমিষে ধ্বংস করবে এই মিসাইল

- September 17, 2019

ডিআরডিও (DRDO) হাওয়া থেকে হাওয়ায় প্রহার করা অস্ত্র মিসাইলের সফল পরীক্ষণ করল। মিসাইলের পরীক্ষণ শুখোই এসইউ ৩০ এমকেআই (Sukhoi SU 30 MKI) যুদ্ধ বিমান থেকে করা হয়। এই বিমান পশ্চিমবঙ্গের এক সেনার বিমান বন্দর থেকে আকাশে উড়ে যায়। অস্ত্র মিসাইল বিবিআর (বেয়ন্ড ভিসুয়াল রেঞ্জ) একটি এয়ার টু এয়ার মারক ক্ষমতা সম্পন্ন মিসাইল, যার রেঞ্জ ৭০ কিমি পর্যন্ত। অস্ত্র এমন একটি মিসাইল, যেটা সবরকম আবহাওয়ায় ব্যাবহার করা যেতে পারে। এই মিসাইলকে অ্যাকটিভ র‍্যাডার টার্মিনাল গাইডেন্স এর সাথে যুক্ত করা হয়েছে।

ডিআরডিও (DRDO) মিসাইলকে মিরাজ ২০০০ (Mirage 2000), মিগ ২৯ (Mig 29), মিগ ২৯ কে (Mig 29 K), মিগ ২১ বাইসান (Mig 21 Bison), এলসিএ তেজস (Lca Tejas), শুখোই এসইউ ৩০ এমকেআই  (Sukhoi SU 30 MKI) যুদ্ধ বিমানের সাথে লাগানোর জন্য বিকশিত করা হয়েছে। এই মিসাইলে উন্নত মানের ইন্ধন ব্যাবহার করা হয়েছে।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/30umY5O
Bengali News
 

Start typing and press Enter to search