-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

রামায়ণে হনুমান কার জন্য সঞ্জীবনী বুটি এনে ছিলেন? বলতে পারলেন না সোনাক্ষী সিনহা। সোশ্যাল মিডিয়ায় হলেন ট্রোল।

- September 21, 2019

‘KBC’ অর্থাৎ কোন বানেগা করোরপতি অনুষ্ঠান আরো একবার চর্চায় চলে এসেছে। আসলে এই অনুষ্ঠানে এমন কিছু ঘটছে যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোরদার ট্রোল চলছে। KBC অনুষ্ঠানে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা উপস্থিত ছিলেন। সোনাক্ষী সিনহাকে একটা সহজ প্রশ্ন করা হয় যার উত্তর ভারতের যে কোনো বাচ্চা ছেলেও দিতে পারে। সেই প্রশ্নের উত্তর না দিতে পারায় সোশ্যাল মিডিয়া সোনাক্ষী সিনহাকে নিয়ে ট্রোল শুরু হয়েছে। জানিয়ে দি, সোনাক্ষী সিনহা নিজেকে নারীবাদী বলে দাবি করেন। ভারতের বহু যুবতী বলিউডের অভিনেত্রীদের নিজের আদর্শ মনে করে। সোনাক্ষী সিনহাও অনেকের আদর্শ।

অনেক যুবতী সোনাক্ষী সিনহাকে নিজের আদর্শ মনে করে জীবনে এগিয়ে যেতে চাই। কিন্তু বলিউড অভিনেত্রী হলেই যে সে মহান হবে এর কোনো মানে নেই। এর প্রমাণ KBC এর অনুষ্ঠানে পাওয়া গেছে। যেখানে সোনাক্ষী সিনহাকে একটা সহজ প্রশ্ন করা হয় যার উত্তর উনি দিতে পারেননি। প্রশ্ন এই যে- হনুমান কার জন্য সঞ্জীবনী বুটি এনে ছিলেন? এখানে উত্তরের বিকল্পও দেওয়া হয়েছিল। বিকল্প দেওয়া হয়েছিল- ১) সুগ্রীব ২) লক্ষণ ৩) সীতা ৪) রাম

রামায়ণ ভারতের ইতিহাস এবং একইসাথে মহাকাব্য হিসেবেও পড়ানো হয়। ভারতের বাচ্চা ছেলেরাও রামায়ণ সম্পর্কে জ্ঞান রাখে। মহাভারত এ চরিত্রের সংখ্যা অনেক বেশি তাই সেখানে অনেকের ভুল ভ্রান্তি থাকতে পারে। কিন্তু রামায়ণ সম্পর্কে সকলের জ্ঞান স্পষ্ট। তাই এটা যে কোনো ভারতীয়র জন্য খুবই সহজ প্রশ্নঃ। আর এই প্রশ্নের উত্তর দিতে পারেননি  বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। এরপর সোনাক্ষী সিনহাকে নিয়ে সোশ্যাল মিডিয়া নানা মীম তৈরি হতে থাকে।

এত পরিমান ট্রোল করা হয় যে উনি ট্রোলকারীদের জবাব দিতে বাধ্য হন। সোনাক্ষী সিনহা বলেন, আমি তো আরো অনেক কিছুই জানি না। তা সেগুলো নিয়েও ট্রোল করুন। জানিয়ে দি, সোনাক্ষী সিনহার বাড়ির নাম রামায়ণ। শুধু এই নয় উনার দুই ভাইয়ের নাম লব কুশ। আর উনি রামায়ণ সম্পর্কে কিছুই জানেন না। এ নিয়ে সকলেই ট্রোল শুরু করেছেন।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/32SQBPC
Bengali News
 

Start typing and press Enter to search