-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ভারতের ১০০ তম স্বাধীনতা দিবসে কাশ্মীর আর ভারতের অংশ থাকবেনাঃ রাহুল গান্ধীর সহযোগী নেতা ‘ভাইকো”

- August 12, 2019

তামিলনাড়ুর রাজনৈতিক দল এমডিএমকে (MDMK ) এর প্রধান ভাইকো (Vaiko) একটি বিতর্কিত বয়ান দিয়ে শিরোনামে চলে এসেছেন। যেখানে তিনি নরেন্দ্র মোদী সরকারের দ্বারা জম্মু কাশ্মীর থেকে বিশেষ রাজ্যের তকমা ছিনিয়ে নেওয়ার নিন্দা করে বলেন, ১০০ তম স্বাধীনতা দিবসে কাশ্মীর আর ভারতের অংশ থাকবেনা।

উনি বলেন, যখন ভারত ১০০ তম স্বাধীনতা দিবসের খুশি পালন করতে থাকবে। সেদিন কাশ্মীর আর ভারতের অংশ থাকবেনা। কাশ্মীর সেদিন আজাদ হবে। কাশ্মীরের মানুষ সেদিন তাঁদের আজাদির খুশি পালন করবে। এর সাথে সাথে তিনি কাশ্মীরের পরিস্থিতির জন্য ভারতীয় জনতা পার্টি এবং কংগ্রেসের নেতাদের দায়ি করেন।

ভাইকো বলেন, আমি কাশ্মীর ইস্যু নিয়ে কংগ্রেসের উপর ৩০ শতাংশ আর বিজেপির উপর ৭০ শতাংশ আক্রমণ করেছি। তিনি বলেন ডিএমকে এর সংস্থাপক আন্নাদুরাই যিনি আন্না নামে বিখ্যাত, ওনার ১১০ তম জন্মদিনে পার্টি একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করবে। ভাইকো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করে বলেন, ৫ই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার জম্মু কাশ্মীর আর লাদাখ থেকে ৩৭০ ধারা তুলে আর ওই রাজ্য গুলোকে আলাদা করে কেন্দ্র শাসিত রাজ্য ঘোষণা করে গোটা দেরশের সাথে তাঁদের আলদা করে দেয়।

এর আগে রাজ্যসভায় ৩৭০ ধারা নিয়ে চর্চার সময় ভাইকো বলেছিলেন, আজ দেশবাসীর কাছে দুঃখের দিন। উনি বলেছিলেন, আজকের দিন দুঃখের দিন, কারণ আমরা আমাদের প্রতিশ্রুতি পালন করিনি। যখন পাকিস্তানের সেনা কাশ্মীরের সীমান্তে প্রবেশ করে, তখন মহারাজা হরি সিং তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহর কাছে একজন দূত পাঠান। এরপরই কাশ্মীর চুক্তিতে স্বাক্ষর করা হয়। ভাইকো বলেন, কাশ্মীরি নেতা শেখ আবদুল্লাহ ভারতের সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু উনি একটা শর্তও রেখেছিলেন। উনি বলেহচিলেন, জম্মু কাশ্মীরের বাসিন্দাদের সসাথে ব্যাক্তিত্ব আর মৌলিকতার সাথে কোন সমঝোতা করা হবেনা।



from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2ZVQm5e
Bengali News
 

Start typing and press Enter to search