গ্রেটার নয়ডা দিয়ে আসা এই খবর আপনাকে আচমকিৎ করবে কারণ সেখানের একটি কলোনি আজকাল শিরোনামে এসে গেছে। আসলে ব্যাপারটি হলো গ্রেটার নয়ডার এই কলোনিটি পাকিস্তান গলি নামে পরিচিত একটা রাস্তা রয়েছে।গলির এই নামটি সেখানের লোকেদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত ৭০ বছর ধরে থাকা এখানের লোকেদের বাইরের লোকেদের থেকে বিদ্রূপ, কটাক্ষ শুনতে হয়। এর পরিপ্রেক্ষিতে সেখানকার নিবাসীরা মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে পত্র লিখে নিজের কলোনির নাম বদলানোর দাবি করেছেন।
সেখানে থাকা লোকেদের অনুযায়ী তাদের গোলির এই নামের কারণে তাদের বাচ্চাদের স্কুলে ভর্তি পেতে অসুবিধা হয়। এমনকি সেখানের মেয়েদের বিয়ে দিতেও অসুবিধার সম্মুখীন হতে হয়। যদিও সরকারি কাগজ ও ভোটের লিস্টে কোথাও পাকিস্তান গলি হিসাবে নাম দাখিল করা নেই। শুধু। অনেকের আধার কার্ডেও পাকিস্তান গলি বলে ঠিকানা লেখা রয়েছে। বিষয়টি নিয়ে এলাকার লোকজন বেশ চিন্তিত। পাকিস্তান গলি নামের পরিবর্তন করে একটা নতুন নাম দেওয়ার জন্য সমাধান চেয়েছেন এলাকাবাসী।
এই মামলার বিষয় দাদরি নগর পালিকার চেয়ারম্যান গীতা পন্ডিত বলেছেন যে “না আগে কোনোদিন তার কাছে এই বিষয় নিয়ে কোনো অভিযোগ এসছে আর না এই মামলা আগে কোনো দিন সামনে এসছে।” যদি কোথাও এরম নাম দাখিল করা হতো তবে আমরা অবশ্যই সরাতাম। কিন্তু কোথাও এরকম নাম দাখিল না হওয়ায় আমরা কিছু করতে পারব না।” তবে এলাকাবাসী প্রধানমন্ত্রী মোদী ও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে আবেদন করেছেন বিষয়ের উপর হস্তক্ষেপ করার জন্য।
from India Rag Bengali : Bengali News, Bangla News, latest bengali news, Bangla Khobor, Bangla, বাংলা খবর https://ift.tt/2KndgMa
Bengali News